1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় কাজ ছেড়ে আদালত ফটকে বসে পড়েছে আদালতের কর্মচারীরা - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লায় কাজ ছেড়ে আদালত ফটকে বসে পড়েছে আদালতের কর্মচারীরা

  • প্রকাশিতঃ সোমবার, ৫ মে, ২০২৫
  • ১২৭ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রাজজ আদালতের চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ট্রাইবুনালের কর্মচারীরা কাজ ছেড়ে আদালত ফটকে বসে পড়েছে। দুই দাবিতে সোমবার (৫ মে) বেলা সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেছে তারা।

সকালে আদালত প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী কর্মসূচীতে অংশ নেয় কুমিল্লার আদালতে কর্মরত কয়েকশো কর্মচারী। এসময় তারা আদালত ক্যাম্পাসে কর্মবিরতি করে র‍্যালি করে। পরে আদালতের মূল ফটকে এসে বেলা সাড়ে ১১টায় বক্তব্যের মাধ্যমে কর্মবিরতি শেষ হয়। এ সময় দূর দুরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েন। বক্তব্যে সংগঠনের নেতারা দাবি আদায় না হলে কঠোর আন্দোলন ও লাগাতার কর্মবিরতির হুশিয়ারি দেন।

বক্তব্যে সংগঠনের নেতারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা- কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণের নিয়োগ; বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন করে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হবে।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নায়েব নাজির বিল্লাল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল এর বেঞ্চ সহকারী জনাব আব্দুল মতিন , এসোসিয়েশনের সহসভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান ও মোহাম্মদ আব্দুল আজিজ, জেলাজজ আদালতের স্টেনোগ্রাফার মুজিবুর রহমান, কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিম, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ও সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরামের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন ও সমাপনী ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা জজ আদালতের নাজির মো. মুমিনুল ইসলাম।

বক্তব্যে জেলা জজ আদালতের নাজির মো. মুমিনুল ইসলাম বলেন, আমাদের পরিচয় দেবার কিছু নেই। আমরা বেতন পাই এক মন্ত্রনালয় থেকে। কাজ করি আরেক মন্ত্রণালয়ে। আর আমাদের নিয়োগ দিয়েছে জেলা জজ। এটি দুঃখজনক। কারণ আমরা জীবনের পুরো অংশটাই আদালতে থাকি। সকাল ৯টায় এসে রাত ৯টায় ফিরি। আমাদের দিয়ে সকল কাজ করানো হয়। কিন্তু আমাদের মূল্যায়ন কেউ করেনি।

তিনি বলেন, আমরা চাই আমাদের মূল্যায়ন এই সরকার করবে। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনেই এই সরকার এসেছে। এই সরকার আমাদের সাথে বৈষম্য করবে না এটা আমাদের বিশ্বাস আছে।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ও সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরামের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আমরা হুশিয়ার করে দিতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করেছি। তবে সামনের দিনে আর এমন কম কর্মবিরতি থাকবে না। দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্র যদি লাগাতার কর্মসূচি দিতে বলে আমরা তাই পালন করবো। আমরা চাই সরকার আমাদের দাবি মেনে নিয়ে নায্যতা প্রতিষ্ঠা করুক

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD