1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে এমন কারও জন্ম হয়নি কায়কোবাদের বিপক্ষে নির্বাচন করবে : সাইবার ইউজার দল - Dainik Cumilla
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

মুরাদনগরে এমন কারও জন্ম হয়নি কায়কোবাদের বিপক্ষে নির্বাচন করবে : সাইবার ইউজার দল

  • প্রকাশিতঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

 

মুরাদনগর প্রতিনিধি :

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়াকে উদ্দেশ্য করে জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ বলেছেন, মুরাদনগরের মাটিতে এমন কারও এখনও জন্ম হয়নি যে কায়কোবাদ দাদার বিপক্ষে গিয়ে নির্বাচন করবে। মুরাদনগরের মাটি কায়কোবাদ দাদার হাতে তৈরী। এখন নতুন একজন মুরাদনগরে মাটিতে নির্বাচন করার স্বপ্ন দেখে আমি তাকে বলব, তিনি বোকার স্বর্গে বাস করেন।

শনিবার (৩ মে) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন, কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের সাবেক সিনিয়র সহ সভাপতি মো. ফারুক ভূঁইয়া। আওয়ামী ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর কায়কোবাদ দাদাকে যড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করে রেখেছে। তার পরিবারের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে, তবুও তাকে দমিয়ে রাখতে পারেনি কোনদিন পারবেও না। তিনি বীরের বেশে দেশে ফিরে এসেছেন। আগামীতেও কায়কোবাদ দাদা মুরাদনগরের মাটিতে বিপুল ভোটে বিজয়ী হবেন।
এর আগে ফারুক ভূঁইয়া ও খোকন সরকারের নেতৃত্বে সাইবার ইউজার দলের একটি বিশাল মিছিল জনসভাস্থলে অংশ নেন। পরে সাইবার ইউজার দলের পক্ষ থেকে কায়কোবাদের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের সাবেক সিনিয়র সহ সভাপতি মো. ফারুক ভূঁইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা সাইবার ইউজার দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. খোকন সরকার, মুরাদনগর উপজেলা সাইবার ইউজার দল সাবেক সহ সভাপতি,মো. ইসমাঈল হোসেন।
আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলার সাইবার ইউজার দলের সাবেক সহসভাপতি শরীফুল ইসলাম শামীম। কামাল্লা ইউনিয়ন সাইবার ইউজার দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস কে সোহেল খান, মুরাদনগর উপজেলা সাইবার ইউজার দলের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.আবুল হাসান, মুরাদনগর উপজেলা সাইবার ইউজার দল সাবেক সদস্য মোহাম্মদ রাসেল, কামাল্লা ইউনিয়ন সাইবার ইউজার দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মুন্সি, মুরাদনগর উপজেলা সাইবার ইউজার দলের সাবেক সদস্য মো. হৃদয় ভূঁইয়া, আন্দিকুট ইউনিয়ন সাইবার ইউজার দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.হৃদয় খান, মুরাদনগর উপজেলা সাইবার ইউজার দলের সাবেক সদস্য নূরে আলম, মুরাদনগর উপজেলা সাইবার ইউজার দলের সাবেক সহ সভাপতি রিমন সরকার, মুরাদনগর সদর ইউনিয়ন সাইবার ইউজার দলের সাবেক সভাপতি আবু কালাম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD