1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার নিমসার বাজারে চলন্ত মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচল ৫ যাত্রী - Dainik Cumilla
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে এস এস সি ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার মৃত্যুর কাছে হার মেনেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৭ তম আবর্তনের তিন্নি বর্ণাঢ্য আয়োজনে কুবিতে বাংলা নববর্ষ উদযাপন বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ বৈশাখী উৎসব উদযাপন চৌদ্দগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন কুমিল্লায় পাওনা টাকায় চাওয়ায় থানায় মামলা ব্রাহ্মণপাড়ায় বৈশাখী মেলায় দর্শনার্থীদের ভিড়

কুমিল্লার নিমসার বাজারে চলন্ত মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচল ৫ যাত্রী

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজারে একটি চলন্ত মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় চালকের দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় মাইক্রোবাসে থাকা পাঁচ যাত্রী।

আজ রোববার (১৩ এপ্রিল) দুপুর দেড়টায় কুমিল্লা থেকে ঢাকামুখী লেনের নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টায় মহাসড়কের মধ্যেই চলন্ত অবস্থায় মাইক্রোবাসটিতে আগুন লাগে। এ সময় চালক দ্রুত রাস্তার পাশে গাড়িটি থামালে যাত্রীরা নেমে যান। মুহূর্তের মধ্যেই গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

গাড়িচালক মো. সজিব মিয়া বলেন, ক্যান্টনমেন্টের সৈয়দপুর এলাকার একটি সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে পাঁচ যাত্রীসহ চান্দিনার উদ্দেশ্যে যাচ্ছিলাম। নিমসার বাজার এলাকায় এলে ইঞ্জিনের গিয়ার বক্সের মধ্যে প্রথমে আগুন দেখতে পাই। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। তাৎক্ষণিকভাবে রাস্তার পাশে গাড়িটি থামিয়ে যাত্রীদের দ্রুত নামতে বলি।
তিনি আরও বলেন, যাত্রীরা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে চোখের সামনে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আমার শরীরের কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

দেবপুর পুলিশ ফাঁড়ি পরিদর্শক সাইদুল বলেন, আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। গাড়িটির কোনো কিছুই অবশিষ্ট নেই। গাড়ির মালিক ঘটনাস্থলে এলে তাকে গাড়িটি বুঝিয়ে দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD