ভালুকায় নদীকৃত্য দিবস পালন
হাবিব হাসান, ভালুকা,ময়মনসিংহ
“আমার খীরু, লাউতি, সূতিয়া বাঁচাও, বন্ধ কর দূষণ”, স্লোগান কে সামনে নিয়ে ১৪ মার্চ(মঙ্গলবার) দুপুরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে খীরু, লাউতি ও সূতিয়া নদী রক্ষায় র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখা।
র্যালীটি ভালুকা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে খিরু নদী সংলগ্ন ভালুকা সরকারি হাসপাতালের সামনে নদীরপারে এসে মানববন্ধনে মিলিত হয় ।
এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার আহবায়ক ডেপুটি এটর্নি জেনারেল শাহ মো: আশরাফুল হক জর্জ, সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, আব্দুর রশিদ রতন, আশরাফ উদ্দিন, প্রভাষক আফতাব উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন এ্যাপোলো ইন্সটিটিউট এর অধ্যক্ষ এ আর শামসুর রহমান লিটন,সিনিয়র সাংবাদিক শাহ মো: হাসান,সাংবাদিক হাবিব হাসান, যুবলীগ পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার, নারী নেত্রী মাহমুদা সুলতানা মুন্নি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মনির হোসেন সহ সামাজিক সংগঠন,সুশীল সমাজ, শিক্ষক ও শিক্ষার্থী সহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,খীরু ও লাউতি নদী খননের নামে কৃষকের উঠতি হাজার হাজার মন বোর ধানের ক্ষতি পূরণ দিতে হবে।
শিল্পবর্জ্যে খীরু, লাউতি ও সুতিয়ার দূষন বন্ধ করতে হবে। কারখানার উচ্ছিষ্ট পানি নদী জলাশয় ও ফসলি জমিতে না ফেলে শোধন করে নিজেরাই ব্যবহার করুন, ভূগর্ভস্থ পানির ঘাটতি ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন। খীরু ও লাউতি নদী সঠিক ভাবে খনন করে নাব্যতা ফিরিয়ে দিন। নদী খনন প্রকল্পের সাইনবোর্ড টানাতে হবে।