1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার ঐতিহাসিক কর্মী সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (২৭ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম জানান, আজ (২৮ ফেব্রুয়ারী) শুক্রবার সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ইনশাআল্লাহ ১০ হাজার জনতার ঐতিহাসিক কর্মী সমাবেশ। এ সমাবেশে ব্রাহ্মণপাড়া উপজেলা কে আধুনিকতার গণ্ডিতে আবদ্ধ করতে নানামুখী উন্নয়ন মূলক পরিকল্পনার রূপরেখা সরকার কে জানাতে বার্তা আসবে। পরিকল্পনা গুলো বাস্তবায়িত হলে অবহেলিত ব্রাহ্মণপাড়া মডেল উপজেলা হবে। এ সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি দেলোয়ার হোসাইন এবং সভাপতি হিসাবে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিমসহ জামায়াতের কেন্দ্রীয়, আঞ্চলিক, জেলা ও উপজেলার নের্তৃবৃন্দরা উপস্থিত থাকবেন। এ সম্মেলনকে কেন্দ্র করে নানা প্রস্তুতি, ব্যানার, পোস্টার, লিফলেট, ফেস্টুন, গনসংযোগ, মিছিল মিটিং অনুষ্ঠিত হচ্ছে। এর ফলে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এসময় উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, সেক্রেটারি জেনারেল মাওলানা আনিছুর রহমান, এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু কাউছার সরকার, মাধবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মাওলানা মনির হোসেন, সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইমাম হোসেন, ষাইটশালা দরবার শরীফের পীরজাদা এস.এম মোস্তাফিজুর রহমান, আবু কাউছার আরমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD