1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন নতুন নেতৃত্ব - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন নতুন নেতৃত্ব

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লা মহানগর বিএনপির প্রথমবারের মতো স্বচ্ছ ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এ সম্মেলন। সে লক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। গঠন করা হয়েছে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশন মহানগর বিএনপির কাউন্সিলের তফসিল ঘোষণা করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার রাত সাড়ে ৮টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিক্রি শুরু হবে ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে, একই দিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত নেওয়া হবে মনোনয়নপত্র। পরদিন ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টায়। নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মাঝখানে দুপুর সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি চলবে।
এসব তথ্য নিশ্চিত করেন মহানগর বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আলী আক্কাস।
তিনি বলেন, ‘প্রথমবারের মতো একটি উৎসবমুখর পরিবেশে ব্যালটের মাধ্যমে কুমিল্লা মহানগরীর ২৭ টি ওয়ার্ডের দুই হাজার ৭২৭ জন ভোটার তাদের ভোটের মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। মহানগর বিএনপির প্রথম সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। যেহেতু স্বচ্ছ ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচনের সুযোগ পাচ্ছেন সেজন্য উৎসাহের মাত্রাটা একটু বেশিই লক্ষ্য করা যাচ্ছে। কুমিল্লা মহানগর বিএনপির এই সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও কেন্দ্রীয় বিএনপি’র নেতারা সম্মেলনে অংশ নিবেন।’
২০২২ সালের ৩০ মে কুমিল্লা মহানগর বিএনপির প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু কমিটি ঘোষণার পরই আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ান আমিরুজ্জামান জামান আমীর। পরবর্তীতে একই বছরের ৩১ আগস্ট উদবাতুল বারী আবুকে আহ্বায়ক এবং ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করে পুনরায় কমিটি ঘোষণা করা হয়। ইতোমধ্যে মহানগর বিএনপির নেতৃবৃন্দ ২৭টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করেছেন। এ ২৭টি ওয়ার্ডের কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দ আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মহানগর বিএনপির কাউন্সিলে ভোটাধিকার প্রয়োগ করবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD