1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ঢাকাস্থ আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

ঢাকাস্থ আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির।।

আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার রামপুরা,ঢাকা শাখার প্রশিক্ষণার্থীদের আয়োজনে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান অনুষ্ঠান ১৫ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রামপুরাস্থ আল কাদেরিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (রিপন)।

সেন্টারের রামপুরা শাখার পরিচালক মোঃ আমিনুল ইসলাম বুলবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উপদেষ্টা সদস্য মোহাম্মদ মনির হোসেন (মুন্না), উপদেষ্টা সদস্য শেখ মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র প্রশিক্ষক ডাঃ মোহাম্মদ সাহেদুজ্জামান (চৌধুরী), বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, গ্রাম ডাক্তার মোহাম্মদ জাফর আহাম্মদ এবং প্রশিক্ষণার্থী মোঃ মশিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ আব্দুল হক, মোস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল আব্বাসী ও মোঃ শাহজাহান বাশার।

অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, প্রাথমিক চিকিৎসকরা গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। এছাড়াও জটিল ও কঠিন রোগীদের সরকারি হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে রেফার করে থাকেন। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারীদের স্বাস্থ্য সেবায় অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা সনদ গ্রহণকারীদের নিষ্ঠার সাথে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশিক্ষণার্থীদের পরিশ্রম এবং সুশৃঙ্খল ভাবে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করায় তাদের প্রশংসা ও ধন্যবাদ জানানো হয়।
পরে রাতের খাবার পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD