1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ঢাকাস্থ আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান - Dainik Cumilla
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন কুমিল্লা জেলায় গত জুলাই মাসে ১১টি হত্যা আইনজীবী কালাম হত্যা মামলায় সাবেক এমপি বাহার-সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট তিতাসে পরকীয়ার জেরে যুবককে ডেকে এনে ৪ টুকরো করে হত্যা: অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আটক ‎আজকের শিক্ষার্থীরা আগামীদিনের দেশ ও জাতির কর্ণধার: ড. মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ায় গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন ব্রাহ্মণপাড়ায় মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ৩৩ বছর ইমামতির পর ফুল সজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায় নাঙ্গলকোট আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতের স্মারকলিপি চৌদ্দগ্রামে মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় নারী নিহত

ঢাকাস্থ আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির।।

আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার রামপুরা,ঢাকা শাখার প্রশিক্ষণার্থীদের আয়োজনে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান অনুষ্ঠান ১৫ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রামপুরাস্থ আল কাদেরিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (রিপন)।

সেন্টারের রামপুরা শাখার পরিচালক মোঃ আমিনুল ইসলাম বুলবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উপদেষ্টা সদস্য মোহাম্মদ মনির হোসেন (মুন্না), উপদেষ্টা সদস্য শেখ মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র প্রশিক্ষক ডাঃ মোহাম্মদ সাহেদুজ্জামান (চৌধুরী), বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, গ্রাম ডাক্তার মোহাম্মদ জাফর আহাম্মদ এবং প্রশিক্ষণার্থী মোঃ মশিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ আব্দুল হক, মোস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল আব্বাসী ও মোঃ শাহজাহান বাশার।

অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, প্রাথমিক চিকিৎসকরা গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। এছাড়াও জটিল ও কঠিন রোগীদের সরকারি হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে রেফার করে থাকেন। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারীদের স্বাস্থ্য সেবায় অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা সনদ গ্রহণকারীদের নিষ্ঠার সাথে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশিক্ষণার্থীদের পরিশ্রম এবং সুশৃঙ্খল ভাবে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করায় তাদের প্রশংসা ও ধন্যবাদ জানানো হয়।
পরে রাতের খাবার পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD