মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে অস্বচ্ছল পরিবারের একজন মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা করলো বাংলাদেশ জামায়াত ইসলামী।
গত শুক্রবার বিকালে স্থানীয় প্রবাসী জহিরুল ইসলামের উদ্যোগে উপজেলার ঘোলপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইউনিয়নের আমানগন্ডা পশ্চিমপাড়ার অস্বচ্ছল পরিবারকে এ সহযোগিতা প্রদান করা হয়। এ সময় কন্যা দায়গস্ত পিতার হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ। অনুদান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আহসান উল্যাহ, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আবদুর রহমান সুমন, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ওমর আহমেদ, ইউনিয়ন জামায়াত নেতা বেলাল হোসেন, নজরুল ইসলাম, বাহার মিয়া প্রমুখ।