1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সড়ক দুর্ঘটনায় ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার, সনাক্ত হয়নি আসামি - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত

সড়ক দুর্ঘটনায় ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার, সনাক্ত হয়নি আসামি

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদন
সড়ক দুর্ঘটনায় ছেলেকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে বৃদ্ধ বাবা- মা। তারা জানেন না কিভাবে যাবে তাদের আগামী দিনগুলো। সন্তানের উপার্জন দিয়েই মুটামুটি ভালোই চলছিলো সংসার।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জাগুরঝুলি আলতাজ হোটেলের নিকটবর্তী সড়কের পাশে দাড়িয়ে ছিলো সজিব (২৪)। তাকে একটি ক্যাভার ভ্যান ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় কুমিল্লা সদর দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে।
নিহত সজিব মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দড়িকান্দি মানিক মিয়ার ছেলে।
সজিবের বৃদ্ধ মা মুছেনা বেগম জানান, ছেলে গ্যারেজে কাজ করে যে বেতন পাইতো তা দিয়ে মুটামুটি সংসার ভালোই চলছিল। হঠাৎ শুনলাম আমার ছেলে গাড়ির নিচে পড়ে মারা গেছে। কে দেখব, কে খাওয়াইব!
সজিবের বোন জামাই কুমিল্লা সিটি কলেজের সিনিয়র প্রভাষক আবদুল হান্নান বলেন, আমার শ্যালকের দূর্ঘটনার ভিডিও ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে, একটি কাভার্ট ভ্যান ধাক্কা দিয়ে চলে যাওয়ার পরে কাভার্ট ভ্যানকে তাড়া করা ( সম্ভবত) টিআরএস রাস্তার অনেকটা বাইরে গিয়ে, সে মাটিতে পরে থাকা অবস্থায়, সম্ভবত ইচ্ছাকৃত তার উপর আবারো চাপা দিয়ে চলে যায়! এ ঘটনায় দোষীদের যেনো অতি দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়। সে যে উপার্জন করত তা দিয়ে সংসারটি চলত।
এ বিষয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন, আমি ছুটিতে আছি। আর শুক্রবার পরিবারকে সময় দিতে হয়। রবিবার যোগাযোগ করবেন। সিসিটিভি ফুটেজের জন্য আবেদন করা হয়েছে। যেটা পাওয়া গেছে এতে কিছুই বুঝা যায়না!
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম বলেন, পরিবারকে আমার নিকট পাঠিয়ে দিবেন। বিস্তারিত জেনে আইনানুসারে কাজ করা হবে। আর যেহেতু আসামি অজ্ঞাত তাই সনাক্ত করতে সময় লাগবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD