মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সংরক্ষণ প্রযুক্তি এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী খামারী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রাণি পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। উন্নত জাতের ঘাস চাষে খামারিদের উদ্বুদ্ধকরণের বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজমাল হাসান ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জোহরা খাতুন।
কর্মশালায় বক্তারা বলেন, উন্নত জাতের বিভিন্ন ধরনের ঘাস যেমন নেপিয়ার পাকচং, পারা, জার্মান, অজানা ঘাস সহ লিগুমিনাস অর্থাৎ ডাল জাতীয় ঘাস চাষ করে গবাদিপশু লালন-পালন করতে পারলে খুব কম পরিমানে দানাদার খাদ্য সরবরাহ করে বা শুধু সবুজ ঘাসের মাধ্যমেই লাভজনকভাবে খামার পরিচালনা করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, দিন দিন আমাদের দেশের খামারীগণ যেভাবে সচেতন হচ্ছে তাতে আশা করা যায় অচিরেই তাঁরা ঘাস চাষের মাধ্যমে তাঁদের খামারের উৎপাদন ব্যয় অনেকাংশে কমিয়ে আনতে পারবে।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন খামারী অংশ নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।