1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় স্টেশনে ট্রেন নেই, হতাশ হয়ে ফিরছেন ট্রেনে চলাচলকারী যাত্রীরা - Dainik Cumilla
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার তিতাসে কবরস্থানের পাশ থেকে নারীর লাশ উদ্ধার দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী বিল্লাল গ্রেপ্তার মুরাদনগরে যুবলীগ নেতাকে জাতীয় নাগরিক পাটিতে পূর্নবাসন চেষ্টা, জনতার প্রতিরোধ ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল চৌদ্দগ্রামে দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১ কুমিল্লার আদালতে সাবেক বার সেক্রেটারির ওপর আইনজীবীদের হামলা মুরাদনগর উপজেলার খাল দখল করে মাটি ভরাট করা হচ্ছে। মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে সরকারি খাল মাটি ভরাট, প্রশাসন নিরব কুমিল্লার লাকসামে নানা শ্বশুর বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৫ কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান

কুমিল্লায় স্টেশনে ট্রেন নেই, হতাশ হয়ে ফিরছেন ট্রেনে চলাচলকারী যাত্রীরা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
রেলওয়ের রানিং স্টাফ (গার্ড, লোকোমাস্টার, টিটিই) ঐক্য পরিষদের কর্মবিরতিতে ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ট্রেনে চলাচলকারী কুমিল্লার যাত্রীরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে স্টেশনে এসে ফিরে যাচ্ছেন অনেক যাত্রী। তারা বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১টা পর্যন্ত কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, তুর্ণা এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, মহানগর প্রভাতী ও ঢাকাগামী সুবর্ণচর এক্সপ্রেস, উপকূল, চট্টলা ছেড়ে যাওয়ার কথা থাকলেও কোনো ট্রেনই কুমিল্লা স্টেশনে আসে নি। এতে ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

এদিকে, সকাল থেকে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকা ঘুরে দেখা যায়, স্টেশন একদম ফাঁকা। স্টেশনের মূল প্লাটফর্মে ঢোকার রাস্তাও সংকীর্ণ করে রাখা হয়েছে। তবে কর্মবিরতির কথা না জানা বেশ কিছু যাত্রীকে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গিয়েছে।

এসময় কথা হয় ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রী হনুফা বেগমের সঙ্গে। তিনি বলেন, মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলাম। এখন নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে যাব এই আশায় স্টেশনে এসেছিলাম ট্রেন ধরতে। কিন্তু এসে দেখি যে ট্রেন চলাচল বন্ধ। এখন সিএনজিতে করে যেতে হবে। এই আরেক ঝামেলা।

এদিকে ময়মনসিংহ এক্সপ্রেসে ছড়ে নিজ বাড়ি ময়মনসিংহে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন মনিরুল ইসলাম৷ ট্রেন না পেয়ে আক্ষেপ ঝেড়ে তিনি বলেন, সাধারণ জনগণ হিসেবে আমরা দেশে শান্তি চাই। কুমিল্লায় একটি কাজ এসেছিলাম। ভেবেছিলাম ট্রেনে করে বাড়িতে ফিরে যাব। কিন্তু এসে দেখি ট্রেন নেই। আমাদের মতো অনেক যাত্রী এসে মনে কষ্ট নিয়ে ফিরে যাচ্ছেন। দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা প্রয়োজন ও দ্রুত এই সমস্যার সমাধান হওয়া উচিৎ।

আরেক যাত্রী সোহেল রানা বলেন, চট্টগ্রামে চোখের ডাক্তার দেখাতে যাওয়ার জন্য কয়েকদিন আগে ট্রেনের টিকিট কেটেছি। স্ত্রী-সন্তান নিয়ে স্টেশনে এসে শুনতে পাই ট্রেন চলছে না। সময়মতো না গেলে ডাক্তার দেখাতে পারবো না। এই সময়ে বাসের টিকিটও পাবো না। সবাইকে জানানোর জন্য মাইকিং করা দরকার ছিলে। দেশের এই অবস্থার পরিবর্তন হওয়া উচিৎ। কিছু হলেই আন্দোলন হয়, আর ভোগান্তিতে পড়ে আমাদের মতো সাধারণ মানুষ।

কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, রানিং স্টাফদের কর্মবিরতির কারণে এখন পর্যন্ত কুমিল্লায় প্রায় ৬টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। আমরা যথাযথভাবে দ্বায়িত্ব পালন করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD