1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নৈতিকতাপূর্ণ একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে একটি প্রতিবেশী দেশ বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করতে চায় না মনোহরগঞ্জে কর্মী সম্মেলনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের - Dainik Cumilla
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন কুমিল্লা জেলায় গত জুলাই মাসে ১১টি হত্যা আইনজীবী কালাম হত্যা মামলায় সাবেক এমপি বাহার-সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট তিতাসে পরকীয়ার জেরে যুবককে ডেকে এনে ৪ টুকরো করে হত্যা: অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আটক ‎আজকের শিক্ষার্থীরা আগামীদিনের দেশ ও জাতির কর্ণধার: ড. মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ায় গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন ব্রাহ্মণপাড়ায় মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ৩৩ বছর ইমামতির পর ফুল সজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায় নাঙ্গলকোট আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতের স্মারকলিপি চৌদ্দগ্রামে মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় নারী নিহত

নৈতিকতাপূর্ণ একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে একটি প্রতিবেশী দেশ বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করতে চায় না মনোহরগঞ্জে কর্মী সম্মেলনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৪০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম:

‘সৃষ্টি যার, আইন চলবে তার’ পবিত্র কুরআনের এই আয়াতকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জুম্মাবার (২৪ জানুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতা সমুন্নত করতে, টেকসই গণতন্ত্র, সুষ্ঠু ও সকলের গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি সমৃদ্ধ অর্থনীতি, নৈতিকভাবে উন্নত শিক্ষিত মার্জিত নৈতিকতাপূর্ণ একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন দল-মত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ এ কয়েকটি বিষয়ে ঐক্যবদ্ধ হই।
তিনি বলেন, আটচল্লিশ সালে আমরা একটি স্বাধীন পতাকা পেয়েছিলাম সেটা টিকেনি, একাত্তর সালে একটি যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, নতুন পতাকা পেয়েছি। কিন্তু স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারিনি। আবার লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করি। কিন্তু আমাদের প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের স্বাধীনতাকেই স্বীকার করতে চায় না। আর এদেশের মানুষ ভারতের কাছে বশ্যতা স্বীকার করে না। ভারত নিজেদের সুবিধার্থে স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগিতা করেছিল। বিনিময়ে বিগত ৫৪ বছর আমাদের সম্পদ লুণ্ঠন করেছে, শোষণ করেছে।
আর এদেশে একটি দল শাসনের নামে শোষণ করেছে, লুণ্ঠন গুম খুন করেছে। তাদের নির্বাচন ছিল ১০ হন্ডা ২০ গুন্ডা নির্বাচন ঠান্ডা। বিগত ১৫ বছর যারা এদেশ শোষণ করেছে তারা তাদের নিজেদের দেশ ভারতে ফিরে গেছে! যারা শাসনের নামে শোষণ করেছে, লুণ্ঠন গুম খুন করেছে, ভারত তাদের আশ্রয় দিয়েছে। ভারতকে এ জন্য জবাবদিহি করতে হবে।
তিনি বলেন, ৬ দফা, ১৮ দফা, ১৯ দফা, সোনার বাংলার শ্লোগান বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, ২৮ কোটি মানুষের সমস্যার সমাধান করতে পারেনি, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারনি।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ আর ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে না। স্বৈরাচার, ফ্যাসিবাদ এদেশের মানুষ রুখে দেবে। যারা এদেশে গণহত্যা চালিয়েছে অবিলম্বে তাদের বিচার করতে হবে। আমরা গণহত্যার বিচার চাই। জুলাই বিপ্লব, শাপলা চত্বর আর বিডিআর গণহত্যাসহ তিনবার গণহত্যা হয়েছে। অনতিবিলম্বে এ গণহত্যাকারীদের বিচার করতে হবে। খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
ডা. তাহের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, জরুরী সংস্কার করে নির্বাচন দিতে হবে। সংস্কারের নামে সময় ক্ষেপণ করা যাবে না। তবে ১৪, ১৮, ২৪ মডেলের নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শহীদ আনোয়ার হোসেনের পিতা আবু তাহের, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমীর মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা জেলা দক্ষিণ সহ-সেক্রেটারি ডা. আবদুল মুবিন, ঢাকা মহানগর দক্ষিণ বিজনেস ফোরামের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভা আমীর ও জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান ও সহ-সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি গাজী সাইফুল বারী তুহিন, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ মহিউদ্দীন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুর মোহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD