1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা-০৯ নির্বাচনী এলাকা পুনঃ বহালের দাবিতে লংমার্চ - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

কুমিল্লা-০৯ নির্বাচনী এলাকা পুনঃ বহালের দাবিতে লংমার্চ

  • প্রকাশিতঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত

 

রুহুল আমিন (লালমাই) প্রতিনিধিঃ

কুমিল্লা ৯ নির্বাচনী এলাকা পুনর্বহাল” কুমিল্লার দক্ষিণে প্রবেশ পথ পদুয়ার বাজারকে পৃথিবীর বৃহত্তম মরন ফাঁদে রূপান্তরের প্রতিবাদে কুমিল্লা বাঁচাও মঞ্চের” ১১ দফা বাস্তবায়নের দাবিতে রবিবার (২২ ডিসেম্বর) সকালে লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার থেকে কুমিল্লা শহর অভিমুখে লংমার্চ করেছেন কুমিল্লা সদর দক্ষিণ, মহানগর দক্ষিণ ও লালমাই উপজেলার সর্বস্তরের মানুষ। লংমার্চে নেতৃত্ব দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। এসময় কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুনির হোসাইন খানের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

উল্লেখ্য, স্বৈরাচার আ’লীগ সরকারের আমলে এমপি মন্ত্রীদের বিনাভোটে নির্বাচিত করতে সাবেক ২৫৬তম আসনকে ভাগ করা হয়। এছাড়াও, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বর্তমান কুমিল্লা ১০ আসন থেকেও জনগনের ভোট হরন করে বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন।

মনিরুল হক চৌধুরীর সংগঠন ঐক্য সংহতি পরিষদের আহবানে লংমার্চ সফল করতে গত শুক্রবার, শনিবার (২০ ও ২১ ডিসেম্বর) লালমাই, সদর দক্ষিণ, মহানগর দক্ষিণে লিফলেট বিতরণ ও মোটর শোভাযাত্রা করেন উপজেলা, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

লালমাই উপজেলা বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু বলেন, লংমার্চ সফল করতে গত কয়েকদিন ধরে আমরা লালমাই উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজারসহ উপজেলার বহু স্থানে লিফলেট বিতরণ করেছি। আজ ২২ ডিসেম্বরের লংমার্চে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, মহানগর দক্ষিণ, লালমাই উপজেলার লাখো নেতাকর্মী মোটরবাইক, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহনযোগে অংশগ্রহণ করেছেন। এছাড়া প্রিয় নেতা মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বৃহত্তর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পুনর্বহাল ও কুমিল্লা শহরের সাথে দক্ষিণাঞ্চলের প্রবেশপথ সহজ করা সহ “কুমিল্লা বাঁচাও মঞ্চের” ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে কয়েকটি প্রশাসনিক দপ্তরে স্মারক লিপি প্রদান করেছি।

স্মারকলিপি প্রদান শেষে সাবেক এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD