1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুভিকসাসের নবনির্বাচিত সভাপতি সাইফুল  এবং  সম্পাদক  মারুফ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে বিএনপির কর্মী সমাবেশ নাঙ্গলকোটে ঢালুয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসায় নবীণ বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত সুলতানপুর ব্যাটালিয়ন কর্তৃক আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ ব্রাহ্মণপাড়ায় বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সীমান্ত থেকে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ চৌদ্দগ্রামে অতিথিবিহীন অর্থ আত্মসাতে অভিযুক্ত শিক্ষকের বিদায়ী সংবর্ধনা কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী ফারুকের বাবার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণপাড়ায় রবি ফসলের প্রনোদণা হিসেবে কৃষক কৃষাণীর মাঝে সার ও বীজ বিতরণ কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা- আইনশৃঙ্খলা রক্ষায় সকল শ্রেণীপেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

কুভিকসাসের নবনির্বাচিত সভাপতি সাইফুল  এবং  সম্পাদক  মারুফ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩১১ বার পঠিত

 

কলেজ  প্রতিনিধি।।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) পালাবাদল হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফসহ ১১জনের কমিটি ঘোষণা দেয় কার্যনির্বাহী কমিটির ১৬ তম সভার জুড়িবোর্ড।

 

গঠনতন্ত্রের ধারা-৪, উপ-ধারা-ঙ মোতাবেক জুরিবোর্ডের সদস্য ও উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৪-২৫ বর্ষের জন্য ১১সদস্যের কমিটি ঘোষণা করা। সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেন, সদ্য সাবেক সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) কার্যনির্বাহী কমিটি-২০২৪-২৫ গঠন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ধারা-৪ এর উপধারা (ঙ) অনুযায়ী জুরি বোর্ড সদস্য ও  উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নিম্নোক্ত ১১ সদস্যকে ২০২৪-২৫ বর্ষের জন্য অনুমোদন দেয়া হলো।

 

সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন (সাপ্তাহিক আমোদ), সহ-সভাপতি সাইমুম ইসলাম অপি (দৈনিক কুমিল্লার কাগজ), সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (বাংলা ট্রিবিউন), যুগ্ম-সাধারণ সম্পাদক সজিব মাহমুদ (দৈনিক রূপসী বাংলা), সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান  (আকাশ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন কিবরিয়া (দৈনিক শিরোনাম), দফতর সম্পাদক হাসিবুল ইসলাম সজিব (সকালের শিরোনাম), অর্থ সম্পাদক মো. রাকিব হোসেন (সমতট টিভি)।

নির্বাহী সদস্য খলিলুর রহমান, দৈনিক কুমিল্লা , সদস্য ইয়াসমিন আক্তার মিম, সদস্য মো. তামিম হোসেন।

নব নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম সুমন ও  সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ বলেন, ‘ভিক্টোরিয়া কলেজের গৌরবময় ইতিহাস ধরে রাখতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি যে ভূমিকা রেখেছে সেই ধারা অব্যাহত রাখতে কাজ করবো। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সহযোগীতা প্রত্যাশা করি। সেই সঙ্গে সাংবাদিক সমিতির সকল সদস্যদের সর্বত্মক সহযোগীতা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা রাখি।’

 

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ প্রতিষ্ঠালাভ করে  কুভিকসাস। ‘বিবেকবান সাংবাদিক তৈরির প্রত্যয়’ এ স্লোগানে কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের নিচতলার কার্যালয় থেকে পরিচালিত হয় কুভিকসাস। কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এ সংগঠনের পৃষ্ঠপোষক। অধ্যক্ষ কর্তৃক নির্বাচিত দু’জন শিক্ষা কর্মকর্তা কুভিকসাসের উপদেষ্টা হিসাবে দায়িত্বে আছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD