কলেজ প্রতিনিধি।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) পালাবাদল হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফসহ ১১জনের কমিটি ঘোষণা দেয় কার্যনির্বাহী কমিটির ১৬ তম সভার জুড়িবোর্ড।
গঠনতন্ত্রের ধারা-৪, উপ-ধারা-ঙ মোতাবেক জুরিবোর্ডের সদস্য ও উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৪-২৫ বর্ষের জন্য ১১সদস্যের কমিটি ঘোষণা করা। সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেন, সদ্য সাবেক সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) কার্যনির্বাহী কমিটি-২০২৪-২৫ গঠন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ধারা-৪ এর উপধারা (ঙ) অনুযায়ী জুরি বোর্ড সদস্য ও উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নিম্নোক্ত ১১ সদস্যকে ২০২৪-২৫ বর্ষের জন্য অনুমোদন দেয়া হলো।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন (সাপ্তাহিক আমোদ), সহ-সভাপতি সাইমুম ইসলাম অপি (দৈনিক কুমিল্লার কাগজ), সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (বাংলা ট্রিবিউন), যুগ্ম-সাধারণ সম্পাদক সজিব মাহমুদ (দৈনিক রূপসী বাংলা), সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান (আকাশ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন কিবরিয়া (দৈনিক শিরোনাম), দফতর সম্পাদক হাসিবুল ইসলাম সজিব (সকালের শিরোনাম), অর্থ সম্পাদক মো. রাকিব হোসেন (সমতট টিভি)।
নির্বাহী সদস্য খলিলুর রহমান, দৈনিক কুমিল্লা , সদস্য ইয়াসমিন আক্তার মিম, সদস্য মো. তামিম হোসেন।
নব নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ বলেন, ‘ভিক্টোরিয়া কলেজের গৌরবময় ইতিহাস ধরে রাখতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি যে ভূমিকা রেখেছে সেই ধারা অব্যাহত রাখতে কাজ করবো। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সহযোগীতা প্রত্যাশা করি। সেই সঙ্গে সাংবাদিক সমিতির সকল সদস্যদের সর্বত্মক সহযোগীতা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা রাখি।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ প্রতিষ্ঠালাভ করে কুভিকসাস। ‘বিবেকবান সাংবাদিক তৈরির প্রত্যয়’ এ স্লোগানে কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের নিচতলার কার্যালয় থেকে পরিচালিত হয় কুভিকসাস। কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এ সংগঠনের পৃষ্ঠপোষক। অধ্যক্ষ কর্তৃক নির্বাচিত দু'জন শিক্ষা কর্মকর্তা কুভিকসাসের উপদেষ্টা হিসাবে দায়িত্বে আছেন।