নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ও কালিকাপুর ইউনিয়নে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা।
শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের বলহরা শ্রী শ্রী লোকনাথ মন্দির, ঘাসিগ্রাম সেন বাড়ী পূজা মন্ডপ ও কালিকাপুর ইউনিয়নের পাল বাড়ী পূজা মন্ডপ, চৌধুরী বাড়ী পূজা মন্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু, সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, যুগ্ম আহবায়ক দুলাল পাটোয়ারী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য বিপ্লব চৌধুরী, উপজেলা তাঁতিদলের সভাপতি হাজী ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ, মো: রফিকুল ইসলাম শামীম, পৌরসভা যুবদলের আহবায়ক মো. হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুমন ভূঁইয়া, বলহরা শ্রী শ্রী লোকনাথ মন্দিরের সভাপতি বাবু কান্তি লাল সাহা, সাধারণ সম্পাদক বাবু দীপক সাহা, বীর মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র সাহা, ঘাসিগ্রাম সেন বাড়ী পূজা মন্ডপের সভাপতি প্লাবন সেন, সাধারণ সম্পাদক জেকব সেন, মাস্টার স্বপন কুমার চক্রবর্তী, ভবেশ সেন, চৌধুরী বাড়ী পূজা মন্ডপ সভাপতি বাবু কনক চৌধুরী, সাধারণ সম্পাদক তাপস চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বাবু নন্দন চৌধুরী, পাল বাড়ী পূজা মন্ডপের নেতা প্রফেসর হারাধন চন্দ্র পাল, সাবেক শিক্ষক রঞ্জিত পাল, খোকন চক্রবর্তী প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন জাগন্ত, সহ-সভাপতি শাহআলম, উপজেলা যুবদলের সদস্য ওয়াসিম রানা সুজন, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি ফখরুল হাসান, কালিকাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক জাকির হোসেন, যুগ্ম-আহবায়ক আহসান উল্লাহ, ইউপি সদস্য মো: মাসুদুর রহমান, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, উজিরপুর ইউনিয়ন যুবদল নেতা নয়ন চন্দ্র সাহা, শ্রীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মামুন মজুমদার, উজিরপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণত সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জালাল মজুমদার, উজিরপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক নাজিম উদ্দিন সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।