1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ছাত্রলীগের নেতা হলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ

ছাত্রলীগের নেতা হলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি

  • প্রকাশিতঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার পঠিত

ছাত্রলীগের নেতা হলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি

 

খলিলুর রহমান।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে কাজ করার অভিযোগে অভিযুক্ত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দুই শিক্ষার্থী ডিগ্রী শেষ বর্ষের এনামুল হককে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি এবং ইতিহাস বিভাগের মাকসুদা আক্তারকে প্রচার সম্পাদক করা হয়েছে। আওয়ামীলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তাদের দুজনের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ভিক্টোরিয়া কলেজের স্বৈরাচারের দোসর নামক একটি ব্যানার হয়েছিল সেখানেও এনামুল হকের ছবি প্রথম সারিতে রয়েছে। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রচার সম্পাদক মাকসুদা সুলতানা বলেন, ছাত্র আন্দোলনের সময় আমি ছাত্রদের পক্ষে কাজ করেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা। বিভিন্ন অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠনের সদস্য হিসেবে ছাত্রলীগের ব্যানারের সাথে থাকা ছবিগুলো সবাই প্রচার করছে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থাকা ছবিগুলো কেউ প্রচার করছে না।

এ বিষয়ে ভিসিটি সভাপতি এনামুল হক বলেন, আমি সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলাম। ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির সাথে আমি সম্পৃক্ত ছিলাম না। ক্যাম্পাসে যারা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল,তারাও এ কথা বলতে পারবে না। আন্দোলনের সময়ও শিক্ষার্থীদের বিপক্ষে
কোন কাজ করিনি।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি) প্রধান উপদেষ্টা জীতেন্দ্রনাথ তরফদার বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। যারা পূর্বের কমিটিতে ছিলো তারাই একটা কমিটি লিখে আমাদের কাছে দিয়েছে আমরা শুধু স্বাক্ষর করে দিয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভিক্টোরিয়ার অধিকাংশই ছাত্রলীগের সাথে জড়িত ছিলো। আর সে (এনামুল হক) নাকি ছাত্রলীগের সাথে সক্রিয় ভাবে ছিলো না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD