1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে দুর্নীতির অভিযোগে বরখাস্তকৃত মাদরাসা সুপারের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন - Dainik Cumilla
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের “ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শ্রমিকরা আর যাবে না” -আব্দুস সালাম আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা চৌদ্দগ্রামে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক, গাছে বেঁধে গণধোলাই

চৌদ্দগ্রামে দুর্নীতির অভিযোগে বরখাস্তকৃত মাদরাসা সুপারের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম।।  কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্নীতির অভিযোগে বরখাস্তকৃত মাদরাসা সুপারের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে শ্রীপুর বায়তুশ শরফ লহরী জব্বারিয়া দাখিল মাদরাসার অভিভাবক ও সাবেক পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ এলাকাবাসী। এ সময় মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবু তাহের সহ মাদরাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে বরখাস্তকৃত মাদরাসা সুপারের শাস্তির দাবি করেন মাদরাসার শিক্ষার্থীরা সহ সচেতন অভিভাবক ও এলাকাবাসী।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে মাদরাসা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি, শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো: এমদাদুল হক শাহী। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ২০০৭ সালের ২ ডিসেম্বর মাদরাসার সুপার মাওলানা আবুল কাশেম প্রায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বহিস্কৃত হয়েছিলেন। বহিস্কার প্রতিরোধ করতে তিনি ২০১০ সালের ৩০ মে স্বেচ্ছায় পদত্যাগ করেন। নানা ছলচাতুরীর আশ্রয় নিয়ে সাবেক সুপার মাওলানা আবুল কাশেম বহিস্কারাদেশ ও পদত্যাগপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি মামলা দায়ের করেন। এদিকে মাদরাসা কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন একটি কমিশন গঠন করে তার বিরুদ্ধে আনীত দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলো তদন্ত করেন। তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং মাদরাসা সুপার দোষী সাব্যস্ত হওয়ায় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মীর খায়রুল আলম ২০১০ সালের ২৪ জানুয়ারি মাদরাসা সুপার মাওলানা আবুল কাশেমকে স্থায়ীভাবে বরখাস্ত করেন।

মাদরাসা সূত্রে আরও জানা গেছে, মাওলানা আবুল কাশেম ১৯৮৭ সালের ০১ জানুয়ারি থেকে মাদরাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্বপালনকালে তিনি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের অনুদানের ১ লাখ ৫৯ হাজার টাকা, বিভিন্ন সময় পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ৬ লাখ ১৩ হাজার ৪২৭ টাকা, ২০০৭ সালে টিউশন ফি বাবদ নেওয়া ১ লাখ ৫৯ হাজার ৯৯০ টাকা, এলাকাবাসীর অনুদানের আরো ৭০ হাজার টাকা, নির্বাচনী পরীক্ষার ফি ৫৪ হাজার ৮৪০ টাকা, শিক্ষার্থীদের ফরম পূরণের ১ লাখ ১৯ হাজার ৯৪৫ টাকা, গণ্যমান্য ব্যক্তিদের দানকৃত ৪ লাখ ৪৩ হাজার ৮২০ টাকা, মাদরাসা শিক্ষকদের ভবিষ্যত বা কল্যাণ তহবিল থেকে ১২ হাজার টাকা, আরও একটি অনুদানের ১৩ হাজার টাকা, মাদরাসার এফডিআরের ১৪ হাজার ২৫৯ টাকা সহ সর্বমোট ১৬ লাখ ৯০ হাজার ২৮১ টাকা আত্মসাতের ঘটনায় মাদরাসার তৎকালীন ভারপ্রাপ্ত সুপার আ.ক.ম ইব্রাহিম ভূঁইয়া ২০১২ সালের ৬ আগস্ট কুমিল্লার আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটির তদন্ত শেষে ২০১৩ সালে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুদ্দীন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

রোববার সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শাহ আলম, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য মাওলানা আবুল হাশেম, মো: এয়াকুব শরীফ, দাতা সদস্য শফিকুর রহমান মজুমদার, স্থানীয় বিশিষ্টজন মো: আবু তাহের, মো: মিঠু, আবদুল বারিক, শাহজাহান, মারুফ হোসেন, মাঈন উদ্দিন, কাজী আবদুল কাদের, আবদুল হামিদ, আবাদ মিয়া, তিতা মিয়া, ছিদ্দিকুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD