1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দুবাইয়ের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন কুমিল্লার কৃতি সন্তান শাহীন - Dainik Cumilla
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের সর্বস্তরের মানুষকে ২৬ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার আহবান ব্রাহ্মণপাড়ায় বিয়ের তিনমাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে কুবি শিক্ষার্থীদের সংহতি: প্রতীকী অনশন ও ভিসির পদত্যাগ দাবি বিএনপি কর্মী হত্যা মামলার আসামি লোকমান হোসেন ব্রাহ্মণপাড়া থেকে গ্রেপ্তার কুমিল্লার বরুড়ায় গোসল করতে এসে ১ কিশোরের মৃত্যু ২ জন আহত চৌদ্দগ্রামে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগিদের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বিধবাকে সেলাই মেশিন উপহার দিল স্বপ্নপূরণ ফাউন্ডেশন কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ কিশোরের মৃত্যু কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন-রাসেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক কুমিল্লায় গোমতী নদীর চরে খাদে পড়ে এক কিশোরের মৃত্যু

দুবাইয়ের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন কুমিল্লার কৃতি সন্তান শাহীন

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

নেকবর হোসেন:

বিদেশের মাটিতে সাজা ও জেল। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ৪৫ দিনের বন্দি জীবনে দেখা হয়নি স্বজনসহ কারও সঙ্গে। দিন যতই গড়াচ্ছিল, স্ত্রী-সন্তানসহ পরিবারের চিন্তায় ঘুম হারাম হয়ে গিয়েছিল। বিদেশের কারাগার জীবনের বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি এখনো তাড়া করছে আমাকে। ভেবেছিলাম জীবনে আর দেশে ফিরতে পারব না, পরিবারের সঙ্গে কখনো হবে না সাক্ষাৎ। মহান আল্লাহর অশেষ রহমতে ও দেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা মুক্ত হয়েছি।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে এভাবেই বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কান্নাজড়িত কণ্ঠে আবেগঘন অনুভূতি প্রকাশ করেন সদ্য দেশে ফেরত আসা শাহীন।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সাধারণ ক্ষমার আওতায় সাজা মওকুফের পর গত শনিবার রাতের ফ্লাইটে ১১৪ জনের মধ্যে প্রথম ধাপে ক্ষমাপ্রাপ্ত ৫৭ জনের সঙ্গে দেশে ফেরেন কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর সদরের লক্ষ্মীপুর গ্রামের আলী আহমেদের ছেলে মো. ফরিদ আহমেদ শাহীন।

তিনি জানান, প্রায় ২০ বছর ধরে আইনকানুন মেনে বেশ সুনামের সঙ্গে দুবাইতে ব্যবসা করে আসছি। চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গত ১৮ জুলাই দুবাইতে থাকা প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পরদিন ওই দেশের পুলিশ আন্দোলনরত বাঙালিদের গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে।

তিনি আরও জানান, এ খবর দুবাইসহ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লে সাজাপ্রাপ্তদের পরিবারসহ আত্মীয়স্বজনের মধ্যে নানাবিধ শঙ্কা দেখা দেয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সফলতায় শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে ৮ আগস্ট নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২১ সদস্যবিশিষ্ট অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হয়। পরে বিদেশের মাটিতে আন্দোলনের ফলে সাজাপ্রাপ্তদের সাজা মওকুফের বিষয়ে ইউএই সরকারকে অনুরোধ করেন বাংলাদেশ সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস। কুটনৈতিক প্রচেষ্টায় সরকারের এ অনুরোধে সাড়া দিয়ে ইউএই সরকার গত ৫ সেপ্টেম্বর আটকৃকত ১১৪ প্রবাসী বাঙালিকে বেকসুর খালাস দেয়। গত শনিবার প্রথম ধাপে আটককৃত ৫৭ জন প্রবাসী দেশে ফেরত আসেন।

তিনি বলেন, বিদেশের মাটিতে জেলে থাকা অবস্থায় পরিবারের খোঁজখবর নেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদাসহ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের প্রতি।

এদিকে সরকারের পক্ষ থেকে দেশে ফেরত আসা প্রবাসীদের বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে ফেরত আসা প্রবাসীরা আটকের ঘটনার বিস্তারিত তুলে ধরে মিডিয়ার সামনে কথা বলেন। পরে তারা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ৫৭ জনকে সাজার খবর প্রকাশিত হলেও সাজাপ্রাপ্তদের প্রকৃত সংখ্যাটা ১১৪। আমি সরকারের কাছে অনুরোধ করব ৫৭ জনের বাইরেও আরও ৫৭ জনকে সাজার খবর প্রকাশ হয়নি। বিক্ষোভ করতে গিয়ে যেসব বাঙালি প্রবাসের জেলে বন্দি আছেন সবাইকে যেন মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD