1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, আহত ২ - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, আহত ২

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের আন্দিকুট গ্রামে পূর্ব বিরোধের জেরে রাতের আধারে আলঙ্গীর হোসেন মনির নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী। এ সময় ওই ব্যবসায়ীসহ অপর একজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, উপজেলার বাঙ্গরা বাজার থানার হায়দরাবাদ গ্রামের আব্দুল হামিদের ছেলে আলঙ্গীর হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত কামির মিয়ার ছেলে বাহার মিয়া (৩০)।
বুধবার রাতে এই ঘটনায় বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত ৯টার দিকে আন্দিকুট গ্রামের মন্দিরের পাশে এই হামলার ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাদামতলী বাজোরের ব্যবসায়ী ও হায়দরাবাদ গ্রামের আব্দুল হামিদের ছেলে আলঙ্গীর হোসেন তার এক বন্ধুকে নিয়ে মঙ্গলবার রাতে ব্যবসার কাজে আন্দিকোট হয়ে কড়ইবাড়ি যাচ্ছিলো। আন্দিকোট গ্রামের মন্দিরের পাশে যাওয়ার পর সড়কের তাদের যাতায়তে ব্যবহিত অটোরিক্সা থামিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে ব্যাবসায় মনিরকে পিটিয়ে আহত করে এবং সাথে থাকা বন্ধু বাহারকে দা দিয়ে মাথায় আঘাত করে জখম করে সাথে থাকা প্রায় এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মনিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আর বন্ধু বাহারকে হাসপালে থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ব্যবসায়ী আলঙ্গীর হোসেন মনির অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জেরে আন্দিকোট গ্রামের বাহার মিয়া, মোবারক হোসে, মালু মিয়া, কালু মিয়া, আবু বাক্কি, ছাদ্দাম, রুবেলের নেতৃত্বে ২০/৩০ জনের একদল সন্ত্রাসী আমাকে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায় এবং আমার কাছে থাটা ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি এবং সন্ত্রাসীদের বিচার দাবী যানাচ্ছি।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অমর চন্দ্র দাস বলেন, এই ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD