1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বুড়িচংয়ে বন্যার্তদের পাশে আলোকিত যুব উন্নয়ন সংস্থা - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত

বুড়িচংয়ে বন্যার্তদের পাশে আলোকিত যুব উন্নয়ন সংস্থা

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৮৭ বার পঠিত

 

বুড়িচং, প্রতিনিধি।

সাম্প্রতিক সময়ে গোমতী নদীর পাড় ভেঙে ভয়াবহ বন্যায় আক্রান্ত বুড়িচং উপজেলার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। তারি ধারাবাহিকতায় শুরু থেকে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে আলোকিত যুব উন্নয়ন সংস্থা ।

২৮ আগষ্ট, বুধবার সকালে উপজেলার পালট্টি রাজাপুর থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে আলোকিত যুব উন্নয়ন সংস্থা। এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা: সেলিনা আক্তার, মোঃ জুনাইদ ইসলাম আসিফ, মোঃ আলাউদ্দিন, আলী আকবর, জেসমিন আক্তার সহ আরো অনেকে। সংগঠনের পক্ষ থেকে ঐদিন পালট্টি রাজাপুর, ছয়গ্রাম, শংকুচাইল, পাচোড়া, চড়ানল ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, বিশুদ্ধ পানি, স্যানিটারি ন্যাপকিন(জয়া), ঔষধ, খেজুর, মুড়ি, মোমবাতি,গ্যাস লাইট, বিস্কুট। এদিকে দুপুরে ফকির বাজার থেকে জিকরুল্লাহ ইসলামীয়া কমিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। পূর্বের ন্যায় উদ্ধার কাজ, ত্রাণ সহায়তা ও চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, বন্যার্তদের সহযোগিতায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে মেডিকেল টিমের কার্যক্রম অব্যাহত রয়েছে। গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। তবে, পানি কমলেও বন্যাকবলিত এলাকাগুলো দুর্ভোগে দিন কাটাচ্ছে। সরকারিভাবে আশ্রয়কেন্দ্র চালু করা হলেও অধিকাংশ মানুষ পানিবন্দি অবস্থায় নিজ বাড়িতেই অবস্থান করছেন। পানিবন্দি মানুষের মধ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপশি আলোকিত যুব উন্নয়ন সংস্থা গত ২২ আগষ্ট থেকে তাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। গতকাল পর্যাপ্ত বন্যার্ত শত শত পরিবারকে উক্ত সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। বেশ কিছু ব্যক্তি ও পরিবারকে উদ্ধার কাজেও অংশ নিয়েছেন তারা।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD