1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় এডভোকেট মরহুম আবুল কামাল এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাকসামে সাবেক এমপি কর্নেল আজিম স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মুরাদনগরে যৌন হয়রানির ভিডিও ধারণ ঘটনায় ৪ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর কুমিল্লায় দিঘীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় দোকানে মিলল টিসিবির ১৪৪২ লিটার তেল মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা টিকটকে চোরাই স্বর্ণ পরে স্ত্রীর অভিনয়: স্বামী গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় ৭৫০ কৃষক পেল আমন প্রণোদনা যানজট নিরসনে মানবিক কুমিল্লার স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু

কুমিল্লায় এডভোকেট মরহুম আবুল কামাল এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার।।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ৪নং হল রুমে কুমিল্লাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির আয়োজনে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য ও চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পূর্ব কাজীর গাঁও গ্রামের মৃত মোঃ ছৈয়দুর রহমান এর ছেলে এডভোকেট মোঃ আবুল কালাম এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওই স্মরণ সভায় এডভোকেট মোঃ ইলিয়াছ মিন্টু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সামছুর রহমান ফারুক, এডভোকেট মুহাম্মদ আখতার হোসাইন, এডভোকেট এম. এ মতিন মোল্লা, এডভোকেট মোঃ জসিম উদ্দিন চৌধুরী শিশু, এডভোকেট মোঃ নজরুল ইসলাম, এডভোকেট সামছুন্নাহার বেগম, এডভোকেট মোঃ এয়াকুব আলী ও এডভোকেট মোহাম্মদ ইয়াছিন প্রমুখ। এসময় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির প্রায় দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন- শহীদ এডভোকেট মোঃ আবুল কালাম একজন ভালো মানুষ ছিলেন। কিছু মানুষের মৃত্যু হয় অমর হয়ে থাকার জন্য। এডভোকেট মোঃ আবুল কালামও তেমনি একজন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালা ওনাকে বেহেস্ত নসিব করুন, আমিন।
উল্লেখ্য যে, এডভোকেট মোঃ আবুল কালাম গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় বিজয় মিছিল থেকে ফেরার পথে মোগলটুলী এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হসপিটালে ভর্তি করেন। পরবর্তীতে তার অবস্থার আশংকাজনক দেখিয়া উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হসপিটালে ভর্তি করলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট বিকেলে মারা যান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD