1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০ - Dainik Cumilla
বুধবার, ১৪ মে ২০২৫, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ার ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ব্রাহ্মণপাড়ায় মহালক্ষীপাড়া সিনিয়র মাদ্রাসার সভাপতি হলেন মাওলানা রেজাউল করিম কুমিল্লায় হামলার ঘটনায় জড়িত থাকায় ছেলেকে পুলিশে দিলেন এক বিএনপি নেতা চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের চাপায় ব্রিজ ভেঙে ব্যস্ততম সড়কে মরণ ফাঁদ শেখ হাসিনার সঙ্গে অনলাইন বৈঠকের অভিযোগে কুমিল্লার এক আ.লীগ নেতা গ্রেফতার কুবিতে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের নিয়ে বিএনপি সমর্থিত শিক্ষকদের কমিটি গঠন কুবিতে মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার সরকারি চাল আত্মসাতের দায়ে তিতাসে স্বেচ্ছাসেবক দল নেতার কারাদণ্ড দেবীদ্বার ছাব্বির হত্যা মামলার আসামী যুবলীগ নেতা পাভেল গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে ৫ ফার্মেসিকে ২৮ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৯৮ বার পঠিত

 

কুমিল্লা প্রতিনিধি ||

কুমিল্লায় মসজিদের টাকা নিয়ে দুপক্ষের দুই দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১৯টি বসতঘর ভাঙচুরসহ অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৮জুন) জেলার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার গ্রামে রাত ৯টায় এবং একই রাত সাড়ে ১২টায় এ সংঘর্ষ হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, বাকসার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও বর্তমান সেক্রেটারি মনির হোসেনসহ স্থানীয় লোকজন মসজিদের টাকা নিয়ে রাত ৯টায় এক বৈঠকে বসেন। ওই সময় কথা কাটাকাটির জেরে দুই পক্ষের লোকজন বাগবিতণ্ডায় জড়িয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এর জেরে রাত সাড়ে ১২টায় ফের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বাকসার গ্রামের এক বিধবা নারী নাসিমা আক্তার। এ ঘটনায় তার বসতঘর ভাঙচুর হয়েছে। স্বামীর রেখে যাওয়া ঘরটি ভাঙচুরের পর থাকার উপযোগী নয়। সন্তানদের নিয়ে পথে বসার অবস্থা তার। সে জানায়, আমার পরিবারের কেউ এই দ্বন্ধে ছিল না। আমার বাপের বাড়ির লোকজনের সাথে ঝগড়া লেগে আমার মাথা গুজার ঘরটা এককবারে শেষ করে ফেলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাকসার বাজারের তিনজন দোকানী  জানায়, এই মসজিদ কমিটির দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে। কখনো জায়গা নিয়ে। কখনো টাকা। নিয়ে কখনো কমিটির পদ পদবী নিয়ে। কয়েক মাস আগে মসজিদ কমিটির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের এক ফেসবুক পোস্টে কমেন্ট করে মসজিদের টাকা চুর বলায় তিনিও এর উত্তর দিয়ে হুমকি প্রদান করেছিলেন। এ হুমকি ও মসজিদের টাকা নিয়ে সংঘর্ষের সুত্রপাত হয়েছে।

বাকসার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সেক্রেটারি মনির হোসেন জানায়, মসজিদ কমিটির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের কাছে মসজিদের পাওনা টাকা চাওয়ায় তার ক্যাডার বাহিনী মুসল্লিদের উপর অতর্কিত হামলা করেন। এ সময় মুসল্লি ও কালাম বাহিনীর মধ্যে দাওয়া-পাল্টাদাওয়া হয়।

মসজিদ কমিটির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের এক সমর্থক হেলাল জানায়, মসজিদের সাথের পুকুটা আমাদের ২৭। আমরা পুকুরের মাছ বিক্রির টাকাটা মসজিদে দান করতে চেয়েছিলাম সামাজিক ভাবে। এই বিষয়টা বর্তমান কমিটি মানতে পারেনি। এ নিয়ে রাতে বৈঠকে বসলে বর্তমান কমিটির সেক্রেটারির লোকজন আমার উপর হামলা করে। ওই সময় আমাদের সাথে থাকা কয়েকজন ও তাদের সাথের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনা কে কেন্দ্র করে রাত সাড়ে ১২ টা ১২০ থেকে ১৫০জন যুবক  দেশীয় অস্ত্র রামদা, লাঠিসোটা নিয়ে আমাদের বাড়িঘরে হামলা করেছে। হামালা অন্তত ১৯টি বসতঘর ভাঙচুর ও ৫জন আহত হয়েছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া জানায়, মসজিদ কমিটি মসজিদের টাকা নিয়ে বৈঠকে বসেছিল। তখন কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িঘর ভাঙচুরের আলামত পেয়েছেন । তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD