মোঃ রেজাউল হক শাকিল ।।
অভুক্ত ফিলিস্তিনির শিশুসহ সাধারণ মানুষের পাশে দাঁরিয়েছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ”। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের নিকট নগদ এক লক্ষ টাকা হস্তান্তর করেন কলেজটির প্রতিষ্ঠাতা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় কলেজটির প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন, মুসলিমদের পবিত্র ভূমি ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার ফলে হাজারো মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। ওই দেশের মুসলিমরা নির্মমভাবে হত্যার পাশাপাশি আহত ও বাস্তুহারা হচ্ছে, যাদের জরুরি চিকিৎসা সামগ্রী ও খাদ্যপণ্য দরকার।
আমরা যদি প্রত্যেকে বাংলাদেশ থেকে তাদের প্রতি হাত বাড়াই ফিলিস্তিনের শিশুসহ কোন মানুষ অভুক্ত থাকবে না। এখন আমাদের সময় এসেছে তাদের অতি সহযোগিতা করা এবং তাদের পাশে দাঁড়ানো। আমি বিত্তবান মানুষ সহ সকলকে বলবো তারা যেন সবাই নিজ নিজ জায়গা থেকে ফিলিস্তিনের প্রতি সহযোগিতা হাত বাড়ান।
এসময় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক মো. কবির হোসেন, প্রভাষক শরিফ মো. রেজা, মরিয়ম বিবি মলি, রাহাতুন নেছা রিম্পা, মো. নাঈম, কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য নওশিন তাব্বাসুম খান চৌধুরী ও ফারহান খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।