আজ ভালোবাসার দিনমান
তুমি নেই কাছে
তাই অন্তর মাঝে
বিরহের সুর বাজে।
ও তনয়া কেনো তুমি
গেলে দূর বহুদূরে
এ তনয় কে ছেড়ে
জানতে না এ তনয় তোমায়
কতই না ভালোবাসতো,
জেনেও তুমি আজ অন্যের নিকেতনে
তাই আজ বিরহের সুর বাজে।