নিজস্ব প্রতিবেদক।।
৭ই বৈশাখ শনিবার কুমিল্লা ময়নামতি কালী বাড়িতে বৈশাখ মাসিয় ভোগবিরাজ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে শ্রী শ্রী ময়নামতি কালী মন্দির কমিটির সভাপতি সুখেন চন্দ্র সাহা’র সভাপতিত্বে শ্রী শ্রী ময়নামতি কালী বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক কিংকর দেবনাথ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ অমৃত লাল দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইসিটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সজল পাল, বুড়িচংয়ের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক সম্ভু রঞ্জন চৌধুরী ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ বুড়িচং উপজেলার শাখার আহবায়ক আশিষ কুমার সূত্রধর প্রমুখ।
ওই অনুষ্ঠানে ভোগ বিরাজ করেন বুড়িচং দেবপুর রাধাকৃষ্ণ ব্রজধাম এর সেবায়েত পরম পূজ্যপাদ শ্রী নরেশ গোস্বামী। সবশেষে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। তদুপলক্ষে মন্দিরের দু’পাশে মেলা বসেছে। ওই মেলায় সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।