তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
আজ শনিবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত অর্থাৎ শিবচতুর্দশী উপলক্ষে পবিত্র তীর্থধাম চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথধামের মতো কুমিল্লা জেলার বিভিন্ন মন্দিরগুলোতেও পূজার্চনা অনুষ্ঠিত হয়।
জানা যায় পঞ্জিকা অনুসারে শুক্রবার দিবাগত রাত ৮টা ২৯ মিনিট হতে শুরু হয়ে আজ শনিবার সন্ধ্যা ৬টা ১২ মিনিট ৯ সেকেন্ড পর্যন্ত শিব চতুর্দশী তিথি।
এদিকে, কুমিল্লা পুলিশলাইন শিব মন্দিরে গিয়ে দেখা যায় শিবচতুর্দশী উপলক্ষে জাগতিক সকল পাপ মোছনে পুণ্যার্থীরা দল বেঁধে দেবাদিদেব মহাদেবের সান্নিধ্য লাভের আশায় মন্ত্র উচ্চারণ করে ডাবের জল ও দুধ দিয়ে শিবকে স্নান করানোর মধ্যদিয়ে নিজেদের মনোবাসনা পূর্ণ করেন।