1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে কুবি শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল লাকসামে যাত্রীবাহী বাস উল্টে আহত ৭ কুমিল্লায় চালু হলো এখন চার্জের দ্বিতীয় ইভি চার্জিং স্টেশন নাঙ্গলকোটে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক কারবারি আটক ব্রাহ্মণপাড়ার ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ব্রাহ্মণপাড়ায় মহালক্ষীপাড়া সিনিয়র মাদ্রাসার সভাপতি হলেন মাওলানা রেজাউল করিম কুমিল্লায় হামলার ঘটনায় জড়িত থাকায় ছেলেকে পুলিশে দিলেন এক বিএনপি নেতা চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের চাপায় ব্রিজ ভেঙে ব্যস্ততম সড়কে মরণ ফাঁদ শেখ হাসিনার সঙ্গে অনলাইন বৈঠকের অভিযোগে কুমিল্লার এক আ.লীগ নেতা গ্রেফতার কুবিতে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের নিয়ে বিএনপি সমর্থিত শিক্ষকদের কমিটি গঠন

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৩১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচারসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৭ মার্চ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।
পরে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পর্যায়ক্রমে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিকেল তিন টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিক উল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
এছাড়া উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ, আনসার ভিডিপির কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল কুদ্দুস, প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. খোরশেদ আলম, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, প্রভাষক মো. জামাল হোসেন, বশির আহমেদ, মেহেদী হাসান, ফারুক আহমেদ, মাহবুবুর রহমান লিটন প্রমূখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD