1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় এড.আমীর হোসেন ও আর কিউ কানিজে জোবেদা'র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
তাকওয়া বিহীন সমাজ হচ্ছে ক্রাইমের সমাজ -এটিএম মাছুম স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা পরীক্ষা হয়ে যাক: হাসনাত আবদুল্লাহ ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত এডভোকেট মো. আরিফুর রহমান শ্রাবণ কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্রাহ্মণপাড়া কৃতি সন্তান এডভোকেট নূরুল হুদা কুসিক কাজ না করেই ঠিকাদারের বিল উত্তোলন, দুদকের অভিযান নাঙ্গলকোটে শিবিরের পক্ষ থেকে ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন উপহার কুমিল্লায় দশ বছর ধরে আওয়ামী প্রভাবে বহাল তবিয়েতে গবেষণা কর্মকর্তা ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া প্রয়োজন- সৈয়দ তাহের

ব্রাহ্মণপাড়ায় এড.আমীর হোসেন ও আর কিউ কানিজে জোবেদা’র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৩০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

মুক্তিযোদ্ধাদের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ আমীর হোসেন জোবেদা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুর আমীর হোসেন ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আর কিউ কানিজে জোবেদা এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল সোমবার সকালে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে৷ শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নজরুর ইসলামের সভাপতিত্বে কলেজের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এনডিসি, ব্যবস্থাপনা পরিচালক ( গ্রেড-১ সচিব) জি এস এম জাফরউল্লাহ্, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স. ম আজহারুল ইসলাম, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোঃ সেলিম রেজা সৌরভ, শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মেরিন ইঞ্জিনিয়ার জিয়াউল হাসান মাহমুদ, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ডাক্তার শারমিন হোসেন,শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম আলাউল আকবর, আমরা দুনিয়া ও আখিরাতের কাজ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুন৷ অনুষ্ঠানে বক্তারা বলেন মরহুম এড. আমীর হোসেন ছিলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর৷ তিনি ৫২ সালের মহান ভাষা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন৷ ভাষা আন্দোলন এবং মহান স্বাধীনতা সংগ্রামে এড. আমীর হোসেন এবং উনার সহর্ধমিনী আর কিউ কানিজে জোবেদা অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়৷ লোকসভা শেষে এড. আমীর হোসেন ও আর কিউ কানিজে জোবেদা এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন শিদলাই দরবার শরীফের পীর সাবেক মাওলানা মোঃ রুহলামিন৷ এসময় কলেজের সাবেক প্রেফেসর বজলুর রহমান, মাওলানা শহিদুলাহ ফারুকি, হাজী আলী নোয়াব সরদার, মোঃ আবু জাহের পুলিশ, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল ইসলাম, সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলমসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রধানগন উপস্থিত ছিলেন৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD