1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নির্বাচনের ১ মাসে নব নির্বাচিত এমপির কর্মকান্ডে খুশি কুমিল্লাবাসী - Dainik Cumilla
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শহরের চাঁনপুরসহ কয়েকটি এলাকার ৩০ বছর আবদ্ধ পানি সরাতে কোমর পানিতে বিএনপি নেতারা লাকসাম তা’লিমুল মিল্লাত মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মুরাদনগরে বিষাক্ত মদপানে দুইজনের মৃত্যু চৌদ্দগ্রামে সাংবাদিক মামুনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত কুমিল্লায় ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপি’র পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত লাকসামে যুব দিবসে আলোচনা সভা কুমিল্লায় ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক

নির্বাচনের ১ মাসে নব নির্বাচিত এমপির কর্মকান্ডে খুশি কুমিল্লাবাসী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

নির্বাচনের ১ মাসে নব নির্বাচিত এমপির কর্মকান্ডে খুশি কুমিল্লাবাসী। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ নির্বাচনের ইশতেহারের আনুযায়ী ৩ টি কাজ খুব দ্রুত বাস্তবায়ন করেছেন। আরো চারটি কাজ আতি অল্প সময়ের মধ্যে অচিরেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন মো. আবুল কালাম আজাদ এমপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন কুমিল্লা ৪ আসনের এমপি আজাদ । তার ইশতেহারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা থেকে টোকেন দিয়ে জিবির নামে চাঁদা আদায় বন্ধ করা। যা তিনি গত মাসের ৭ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরদিন থেকে দেবিদ্বারে সিএনজি চালিত অটোরিকশা এবং ব্যাটারি চালিত অটোরিকশা থেকে টোকেনের নামে জিবি আদায় বন্ধ করেছেন এবং তাদের কন্য কল্যাণ ফান্ডের ব্যাবস্থা করেছেন। গোমতী নদীর দুপারে মাটি খেকোরা গত ১০ বছর ধরে ভেকু দিয়ে মাটি কেটে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর গোমতী নদী এলাকার ফসলের জমি নষ্ট করে গোমতী নদীর বাধ হুমকীর সম্মুখীন হয়ে দাড়িয়েছে। কুমিল্লা ৪ আসনের এমপি আবুল কালাম আজাদ সরেজমিনে উপস্থিত হয়ে মাটি কাটা বন্ধের নির্দেশ দিয়েছেন কঠোরভাবে এবং নদীর দুপারের সাড়ে ৩ লাখ মানুষের যাতায়াতের সুবিধার জন্য দুটি ব্রিজ নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে যা অচিরেই বাস্তবায়ন করা হবে। তখন তাদেরকে আর গোমতী নদীর দুপারে রশি বেধে রশি ধরে নৌকা দিয়ে যাত্রি পারাপার করতে হবেনা।
শনিবার দেবিদ্বার রাজামেহার হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্য কালে এমপি আজাদ বলেন,এই ইউনিয়ন বাসীর তিনটি দাবি— ইউনিয়ন পরিষদ অবকাঠামো নির্মাণ, কলেজের নতুন ভবন ও রাজামেহার উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র করা। আমি আপনাদের দীর্ঘদিনের এই প্রত্যাশা অল্প সময়ের মধ্যে পূরণ করব।

দোবিদ্বার এলাহাবাদ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদা আহসান মঙ্গলবার সকালে ঢাকা মেইলকে বলেন, আমার বারী দেবিদ্বারে। আমাদের নবনির্বাচিত মাননীয় এমপি মো. আবুল কালাম আজাদ স্যারের কর্মকান্ডে আমরা দেবিদ্বার বাসী খুশি। তিনি এক মাসের মধ্যে ইশতেহার অনুযায়ী ৩ টি কাজ খুব দ্রুত বাস্তবায়ন করেছেন সিএনজি ও অটোরিকশা থেকে টোকেনের নামে জিবি তোলা,গোমতীর নদীর তীরের মাটি কাটা বন্ধ করা এবং দু পাশের মানুষের যাতায়াতের জন্য দুটি ব্রিজ নির্মান করে দেয়াসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন।

দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের পীর মহেশপুর গ্রামের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র আহসান হাবিব রাফি বলেন,আমাদের নবনির্বাচিত এমপি মহোদয় লোক হিসেবে খুব ভাল। তাই তিনি বিপুল ভোটে ১০ বছরের সাবেক এমপিকে পরাজিত করেছেন তার ব্যাক্তিগত ইমেজের কারণে। সিএনজি ও অটোরিকশা থেকে চাঁদাবাজি বন্ধ,গোমতীর তীরের মাটিকাটা বন্ধ এবং ব্রিজ নির্মানসহ বিভিন্ন কাজ নির্বাচনের এক মাসের মধ্যে শুরু করেছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সাকালে মো. আবুল কালাম আজাদ এমপি ঢাকা মেইলকে বলেন, আমি নির্বাচনে ২২ দফা ইশতেহার দিয়েছি তা আমি অবশ্যই বাস্তবায়ন করব। দেবিদ্বারের মানুষ বিগত ১০ বছরে যে শোষণ ও নিপিড়নের মাঝে জীবন-যাপন করে অতিষ্ট হয়ে গেছে। এ থেকে মুক্তি পাওয়ার জন্য ৭ জানুয়ারি ১৫ হাজারের বেশি ভোটে আমার ঈগল প্রতিককে বিজয়ী করেছে। আমি তাদের আস্থার প্রতিদান দিব। সাধরণ মানুষ চায় শান্তি ও আরামে বসবাস করার জন্য। জনপ্রতিনিধিদের কাছে তাদের চওয়া খুব সিমীত জনপ্রতিনিধি হয়ে তাদের চাওয়ার মূল্য না দিতে পারলে জনগণের ওইসব নেতাদের প্রতি আস্থা হাড়িয়ে ফেলে। দেবিদ্বারের মানুষ আগের এমপিকে ৩ মাসে একবার এলাকায় দেখেছে বলে মনে হয় না। সরকারি কাজ ব্যাতিত আমাকে দেবিদ্বারবাসী সবসময় তাদের কাছে পাবে। আমি নির্বাচনের আগে বলছি এখনও বলছি আমি আগামী ৫ বছর দেবিদ্বারবাসীর নেতা হয়ে নয় সেবক হয়ে থাকতে চাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD