1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে দুই চোরাই কাভার্ডভ্যানসহ গ্রেফতার ৩ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার ৫ টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান; ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ নকলের দায়ে চৌদ্দগ্রাম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার দাউদকান্দিতে ৩০ লাখ টাকার মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ১ চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি’র হাতে যুবক আটক জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে- বুড়িচংয়ে জেলা প্রশাসক রাস্তা শুধু ইট-পাথরের নয় এটা মানুষের জীবনরেখা: ডক্টর মোবারক হোসাইন লাকসামে সাংবাদিকদের হুমকিদাতাকে গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি মাদকসেবীর পক্ষে দাঁড়ালেন কুবির এক সমন্বয়ক ভর্তিচ্ছু শিক্ষার্থী সংকট; কুমিল্লা অঞ্চলে একাদশে ফাঁকা থাকবে দেড় লাখ আসন

দেবিদ্বারে দুই চোরাই কাভার্ডভ্যানসহ গ্রেফতার ৩

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৪১৮ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে দুটি চোরাই কাভার্ডভ্যানসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে মামলা শেষে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের দেবিদ্বার-বাগুর সড়কের কাচিসাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, দেবিদ্বার উপজেলার সুরপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. আলম (২৯), সুলতানপুর ইউনিয়নের নূর মানিকচর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে আল আমিন হোসেন (২৭) এবং একই গ্রামের মো. আলমগীর মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৬)। দেবিদ্বার থানার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারি পুলিশ সুপার (দেবিদ্বার-বিপাড়া সার্কেল) শাহ মোস্তফা তারেকুজ্জামানের দিক নির্দেশনা এবং অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়ার নেতৃত্বে এসআই মো. মাসুদ, এস আই কৃষ্ণ মোহন দেবনাথ ও এএসআই সাদ্দাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করেন। অভিযানে নীল রঙের একটি মিনি চোরাই কাভার্ডভ্যানসহ আসামী মো.আলম ও আল আমিনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে রাত ২টার দিকে বরকামতা ইউনিয়নের জাফরাবাদ দক্ষিণ পাড়ার সুয়া মিয়া হাজীর বাড়ির একটি পরিত্যক্ত জায়গা হতে নীল রঙের অপর আরেকটি পিকআপভ্যানসহ সাইফুল ইসলাম নামে অপর এক চোরাকারবারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া বলেন, চোরাই দুটি পিকআপ উদ্ধার করা হয়েছে যার আনুমানিক মূল্য ২৪ লক্ষ টাকা। আটক তিন আসামীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে আসামীদের জেল হাজতে পাঠানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD