মারুফ হোসেনঃ
অবৈধভাবে গোমতী চরের মাটি কাটার হিড়িক চলছে বহুদিন ধরে। এ যেনো প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আসলে প্রশাসনের নজরে আসলে কেউ রেহাই পায় না।তারই ধারাবাহিকতায় রবিবার (২১ জানুয়ারি)কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর বাগিলারা এলাকায় গোমতি নদীর চরে এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোঃ মনির হোসেন নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এবং এক্সকেভেটর জব্দ করা হয়। জানা যায় এ অর্থদণ্ড করেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। এক্সকেভেটরটি ময়নামতি ইউনিয়ন এর চেয়ারম্যান ও ইউপি সচিব এর জিম্মায় দেওয়া হয়েছে এবং দেবপুর পুলিশ ফাঁড়িতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একাজে সহযোগিতা করেন ময়নামতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সচিব এবং দেবপুর ফাঁড়ির পুলিশ সদস্য গণ। মোঃ ছামিউল ইসলাম বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।