1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবিদ্বারে আবুল হোসেনের সমর্থকরা ফারুকের দোকানপাট ভাংচুর, থানায় অভিযোগ - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত আসন্ন ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে নেই আগের মতো ব্যস্ততা

দেবিদ্বারে আবুল হোসেনের সমর্থকরা ফারুকের দোকানপাট ভাংচুর, থানায় অভিযোগ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবীদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের বেড়ি বাধের উপর ফারুকের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করেছে পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের সমর্থকরা । এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়।
মঙ্গলবার (১৬ জানুয়ারি ) সন্ধ্যা ৭ টায় উপজেলার বিনাইপাড় গ্রামে ওই ঘটনা ঘটে। এই ঘটনায় ঈগল প্রতীকের আবুল কালাম আজাদ এর ২/৩ জন সমর্থক আহত হয়। প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন বলেন, মঙ্গলবার ( ১৬ জানুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৭ টায় আবুল হোসেনের সমর্থক, কর্মী ও কিশোর গ্যাং এর প্রায় ৪০ জন সন্ত্রাসী দল ঈগল প্রতীকের সমর্থক নাছির সরকারের উপর হামলা করে ও নাসিরকে প্রাণে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে, নাছিরের বাড়ীতে ও হামলা করে। নাছির তার প্রাণ বাঁচাইতে তাহার পাশের ফারুকের দোকানে গিয়ে আশ্রয় নিলে, সন্ত্রাসীরা ফারুকের দোকানে ঢুকে দোকানের ভিতরে হামলা চালায় ও দোকান ভাংচুর করে। তাহার দোকানের মালামাল, টিভি ভাংচুর করে এবং দোকান থেকে দুর্বৃত্তরা নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় ফারুক হোসেন, তাহার স্ত্রী ও উপস্থিত থাকা শিশু মিয়া ও সিরাজ মিয়া শারীরিক ভাবে আহত হয়। প্রত্যক্ষদর্শী মাহফুজ সরকার জানান, দোকানটি দোকানদার ফারুক মিয়ার আয়ের একমাত্র সম্বল ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার ঈগল প্রতীকের কয়েকজন সমর্থক বলেন, ঈগল প্রতীকের অনেক সমর্থক ও সাধারণ জনগণ আতঙ্কের সাথে বর্তমানে দিন কাটাইতেছে।

সুষ্ঠু বিচার ও জনগণের নিরাপত্তা চেয়ে উপজেলার বড় আলমপুর গ্রামের গিয়াস উদ্দিন আহাম্মেদ এর ছেলে মোঃ ওমর আলী বাদী হয়ে মোঃ আবুল হোসেনসহ কয়েকজনের নাম উল্লেখ করে দেবীদ্বার থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনা সম্পর্কে জানতে আবুল হোসেন কাউন্সিলর এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) জানান, ঘটনার সর্ম্পকে থানায় অভিযোগ করা হয়েছে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোঃ আবুল হোসেন (কাউন্সিলর) নৌকা প্রতীকের সমর্থক ছিলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদের সমর্থকদের সাথে মতের পার্থক্যের জের ধরে ঘটনার সূত্রপাত ঘটে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD