মোঃ রেজাউল হক শাকিল ।।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় আলোচনা সভা পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জলন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মাঈন উদ্দিন হাছান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা এনামুল হক। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।