1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গায়ের রঙ কালো, স্বামীর অপমান সইতে না পেরে অভিমানে স্ত্রীর আত্মহত্যা - Dainik Cumilla
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

গায়ের রঙ কালো, স্বামীর অপমান সইতে না পেরে অভিমানে স্ত্রীর আত্মহত্যা

  • প্রকাশিতঃ শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী, দেবিদ্বার :

গত পাঁচ মাস আগে আড়াই লাখ টাকা যৌতুকের বিনিময়ে জান্নাতের বিয়ে হয় সালাহ উদ্দিনের সাথে। বিয়ের কিছুদিন পর থেকে জান্নাতকে অপছন্দ করতে থাকে স্বামীর। জান্নাতের গায়ের রঙ ও খাটত্ব নিয়ে প্রায়ই খোটা দিতো তাকে। এতে ক্ষোভে, অভিমানে আত্মহত্যার পথ বেছে নেয় জান্নাত। সকালে স্বামীর বসত ঘরের সিলিং ফ্যানের সাথে উড়না বেধে ফাঁস দেয় সে।
খবর পেয়ে শনিবার (২ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে জান্নাতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি গ্রামের আন্দারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সালাউদ্দিন মো. আবুল বাসারের ছেলে এবং সে পেশায় একজন অটোচালক। নিহত জান্নাত আক্তার (১৯) একই গ্রামের কাজী পাড়ার বাসিন্দা মো. সাইফুল ইসলামের মেয়ে। ঘটনার পর থেকে সালাউদ্দিন পলাতক রয়েছেন বলে জানা গেছে।

প্রতিবেশীরা জানায়, এ বাড়িতে জান্নাত ও তাঁর স্বামীই বাসবাস করত। জান্নাতের শ্বশুর-শাশুড়ি বুড়িচং উপজেলার কোরপাই এলাকার একটি মিলে কাজ করেন। বিয়ের পর থেকে জান্নাতকে অপছন্দ করেন সালাহ উদ্দিন। কারণ তাঁর গায়ের রঙ কালো, দেখতে খাটো। এ জন্য তাকে প্রায়ই অবহেলা-অবজ্ঞা ও গালাগালি করত। এ লজ্জা ও ক্ষোভে জান্নাত আত্মহত্যা করে থাকতে পারে।

নিহত জান্নাতের চাচা জাহাঙ্গীর আলম বলেন, বিয়ের আগে বরপক্ষ মেয়ে দেখে পছন্দ করেছে। তাদের দাবী অনুযায়ী আড়াই লক্ষ টাকা নগদ যৌতুক দেওয়া হয়েছে। ওই টাকার লোভে ছেলে কালো জেনেই বিয়েতে রাজী হয়। বিয়ের কিছু দিন পর থেকে ওই ছেলে জান্নাতকে অপছন্দ করা শুরু করে। এ নিয়ে প্রায়ই জান্নাতের ওপর নির্যাতন চালাত সে। শুক্রবার বিকালে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে জান্নাত। সকালে খবর পাই সে আত্মহত্যা করেছে। তারা আমার ভাতিজিকে মেরে ফেলেছে। আমরা এ হত্যার বিচার দাবি করছি।

তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার থানার উপপরিদর্শক এসআই কৃষ্ণ মোহন বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে, কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া বলেন, স্বামীর বাড়ি থেকে জান্নাতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD