1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আসন্ন সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন চান জাহাঙ্গীর খান চৌধুরী - Dainik Cumilla
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুবর্ণ মনে করে গ্রিন সিগন্যাল, নাঙ্গলকোটে থামল না চট্টলা, ৪ জন সাময়িক বরখাস্ত তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ‎বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার উপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটের বক্সগঞ্জে বিক্ষোভ ব্রাহ্মণপাড়ায় শতবর্ষী সরকারি খাল উদ্বারের আকুল আবেদন এলাকাবাসীর চৌদ্দগ্রামে সাফল্য ধারা বজায় রেখে উপজেলায় সেরা হলো করপাটি হাজী মনির উদ্দিন বালিকা বিদ্যালয় গাঁজাসহ র‌্যাবের হাতে আটক স্বেচ্ছাসেবকদল নেতা জাফরকে চিরস্থায়ী বহিষ্কার আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক কুমিল্লায় চাঁদাবাজি বন্ধ ও মাদক সহনীয় পর্যায়ে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন কুমিল্লায় ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুল হামিদকে মারধর করে পুলিশে সোপর্দ

আসন্ন সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন চান জাহাঙ্গীর খান চৌধুরী

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৭১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লা -৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী নেতা হিসেবে খ্যাত
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চান।

গতকাল শুক্রবার সকাল থেকে দিন ব্যাপী বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ, মতবিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তিনি গণসংযোগে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচারণাও করেন।

সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী প্রথমে বুড়িচং উপজেলার বাকসেমুল ইউনিয়নের ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের তার সমর্থীত নেতাকর্মীদের নিয়ে জুম্মার নামাজ আদায় করে, নামাজ শেষে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন। প্রচারণায় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেন প্রচারপত্রের মাধ্যমে। বুড়িচং উপজেলার ফকির বাজার, কালিকাপুর দক্ষিণগ্রাম, ছয়গ্রাম শংকুচাইল, চরনল ও ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল, তেতাভুমি, শশীদল, বাগড়া সহ বিভিন্ন এলাকায় ও গ্রামে প্রচারণা চালান। এই সময়ে তিনি বিভিন্ন স্থানে নেমে জনগণের সঙ্গে হাত মেলান। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের অর্জন তুলে ধরেন।

উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইশ চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম টিটু,সাবেক ছাত্রলীগ নেতা মোহন মিয়া , উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান,মালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এ কে এম আজাদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের নেতা ফুরকান আহমেদ সবুজ, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল মেম্বার, মশিউল আলম সোহাগ, যুবলীগ নেতা আবু সাঈদ, নাসির উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলার ছাত্রলীগের নেতা আবু কাওসার দিপু প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD