1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার ১২ প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের নেই সংস্কার - Dainik Cumilla
রবিবার, ১৮ মে ২০২৫, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ভ্যানচালকে চোখ উপড়িয়ে হত্যা, প্রধান আসামী গ্রেফতার বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় বাজি ও বাসমতী চাল জব্দ কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ কুমিল্লায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের রায়হান এজেন্সিতে ক্যাশ কাউন্টার উদ্বোধন নাঙ্গলকোট উপজেলা বিএনপির বর্ধিত সভা সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় শহীদ উল্লাহ মিয়াজীকে সম্মাননা প্রদান কুমিল্লার দাউদকান্দির শাকিল হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ বুড়িচংয়ে ময়নামতিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতা- ২০২৫ উদ্বোধন কুবিতে প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

কুমিল্লার ১২ প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের নেই সংস্কার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

ব্রাহ্মণপাড়া উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়া উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বহুদিন পেরিয়ে গেলেও এসব ভবন হচ্ছে না অপসারণ। ছাদ চুঁইয়ে পানিপড়া, বিভিন্ন স্থানের পলেস্তারা খসেপড়া, ভিমে ফাঁটলসহ নানা সমস্যায় জর্জরিত এসব ভবন। ফলে এসব বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান কিছুটা ব্যাহত হচ্ছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলায় ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে ১২টি বিদ্যালয়ে ভবন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। বিদ্যালয়গুলোর ভবনের বিভিন্ন স্থানে ফাটল, পলেস্তারা খসে পড়া ও ছাদ চুঁইয়ে পানিপড়া, মেঝেতে ফাটল হওয়ায় সেসব ভবনে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

পরিত্যক্ত ও জরাজীর্ণ এই ভবনগুলো হচ্ছে মনগোছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোমকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া আদর্শ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাঘরাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বেড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উওর গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া আদর্শ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আক্তার হোসেন বলেন, আমি দায়িত্বে থাকাকালে পরিত্যক্ত ভবন অপসারণের জন্য কর্তৃপক্ষের কাছে বহুবার আবেদন করেছি কিন্তু কোনো ধরনের সুরাহা পাইনি। অচিরেই এই ভবনগুলো অপসারণ করা দরকার, না হয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ ইবনে হোসাইন বলেন, ওই ১২টি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অবগত আছেন। জরাজীর্ণ ভবনের তালিকা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়ের কাছে পাঠানো হয়েছে। এগুলো পর্যায়ক্রমে অপসারণ করা হবে। কিছু কিছু ভবনের জায়গায় নতুন ভবন বরাদ্দ হওয়ার কথা আছে। সেসব জায়গার পরিত্যক্ত ভবন নতুন ভবন নির্মাণের আগেই অপসারণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD