1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার ১২ প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের নেই সংস্কার - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১ কুমিল্লার আদালতে সাবেক বার সেক্রেটারির ওপর আইনজীবীদের হামলা মুরাদনগর উপজেলার খাল দখল করে মাটি ভরাট করা হচ্ছে। মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে সরকারি খাল মাটি ভরাট, প্রশাসন নিরব কুমিল্লার লাকসামে নানা শ্বশুর বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৫ কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ

কুমিল্লার ১২ প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের নেই সংস্কার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১০৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

ব্রাহ্মণপাড়া উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়া উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বহুদিন পেরিয়ে গেলেও এসব ভবন হচ্ছে না অপসারণ। ছাদ চুঁইয়ে পানিপড়া, বিভিন্ন স্থানের পলেস্তারা খসেপড়া, ভিমে ফাঁটলসহ নানা সমস্যায় জর্জরিত এসব ভবন। ফলে এসব বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান কিছুটা ব্যাহত হচ্ছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলায় ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে ১২টি বিদ্যালয়ে ভবন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। বিদ্যালয়গুলোর ভবনের বিভিন্ন স্থানে ফাটল, পলেস্তারা খসে পড়া ও ছাদ চুঁইয়ে পানিপড়া, মেঝেতে ফাটল হওয়ায় সেসব ভবনে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

পরিত্যক্ত ও জরাজীর্ণ এই ভবনগুলো হচ্ছে মনগোছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোমকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া আদর্শ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাঘরাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বেড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উওর গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া আদর্শ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আক্তার হোসেন বলেন, আমি দায়িত্বে থাকাকালে পরিত্যক্ত ভবন অপসারণের জন্য কর্তৃপক্ষের কাছে বহুবার আবেদন করেছি কিন্তু কোনো ধরনের সুরাহা পাইনি। অচিরেই এই ভবনগুলো অপসারণ করা দরকার, না হয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ ইবনে হোসাইন বলেন, ওই ১২টি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অবগত আছেন। জরাজীর্ণ ভবনের তালিকা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়ের কাছে পাঠানো হয়েছে। এগুলো পর্যায়ক্রমে অপসারণ করা হবে। কিছু কিছু ভবনের জায়গায় নতুন ভবন বরাদ্দ হওয়ার কথা আছে। সেসব জায়গার পরিত্যক্ত ভবন নতুন ভবন নির্মাণের আগেই অপসারণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD