মো.রেজাউল হক শাকিল:
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কল্পবাস গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. আমির খান এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এই শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার, সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম। এসময় শেখ আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধা যথাক্রমে বীর বিক্রম নোয়াব মিয়া, পেরা মিয়া, নজরুল পুলিশসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আমির খানের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।