1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; সাধারণ মানুষ দিশেহারা - Dainik Cumilla
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপি’র পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত লাকসামে যুব দিবসে আলোচনা সভা কুমিল্লায় ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা,সনদ প্রদান ও চেক বিতরণ নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; সাধারণ মানুষ দিশেহারা

  • প্রকাশিতঃ বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

 

শফিউল আলম রাজীব।। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজারে প্রতিনিয়ত মূল্যবৃদ্ধি ঘটেই চলেছে। এ যেন নিত্যনৈমিতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাধারণ জনগণ নির্দিষ্ট ব্যবসায়ী শ্রেণীর হাতে জিম্মি হয়ে পড়েছে। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন দৃষ্টি না থাকায় অসাধু ব্যবসায়ীদের দূরত্ব বেড়েই চলেছে প্রতিনিয়ত।

আলু মানুষের নিত্যপ্রয়োজনীয় সাধারণ একটি সবজি। বাজার অস্থিতিশীল করতে কিছু অসাধু ব্যাবসায়ী হঠাৎ আলুর দাম বাড়িয়ে দেয়। তাই গত ১৪ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে সরকার আলুর দাম নির্ধারণ করেন ৩৫-৩৬টাকা। তবে সরকারের বেধে দেওয়া দামের তোয়াক্কা না করে নির্ধারিত দামের চেয়ে বেশী দামে বিক্রি করতে দোকানিরা ব্যবহার করছে নানান কৌশল।

বুধবার দুপুরে দেবীদ্বার সদরের পৌর নিউমার্কেট এলাকার বাজার ঘুরে দেখা যায় ব্যাবসায়ীরা একই বস্তার আলু দুই ভাগে ভাগ করে নিচ্ছেন। বড় সাইজের আলু প্রতি কেজি ৫০ টাকা এবং ছোট সাইজের আলু বিক্রি করছে ৪৫ টাকা দরে। অথচ সরকারের নির্ধারিত দাম ৩৫-৩৬ টাকা দরে বিক্রি করছে না কেউই। তাছাড়া অন্যান্য সবজির মধ্যে বেগুন প্রতি কেজি ৬০ টাকা, করলা ৭০ টাকা, ছড়া ৭০ টাকা, টমেটো ৮০ টাকা, গাজর ১২০ টাকা, সিম ১৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আলু ব্যবসায়ী জানান, সরকার থেকে আলুর যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই দামে ব্যাবসায়ীরা পাইকার থেকে ক্রয় করতে হয়। যে কারনে খুচরা বাজারগুলোতে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। মোঃ সোহাগ নামে এক আলু ব্যাবসায়ী বলেন, ৪২ টাকা দরে প্রতি কেজি আলু কিনে ৪০ টাকায় কিভাবে বিক্রি করবো?

অপরদিকে নিউমার্কেট বাজারে আলু ক্রেতা মো. জাকির হোসেন বলেন, সরকার নির্ধারিত আলু প্রতি কেজি ৩৫-৩৬ টাকা। তারা নাহয় ৪০ টাকা রাখতে পারতো, তা না করে ৫০ টাকায় বিক্রি করছে। বাধ্য হয়েই ১০০ টাকায় ২কেজি আলু কিনলাম। মোসাঃ সেলিনা আক্তার নামে বাজার করতে আসা একজন ক্রেতা বলেন, শুধু আলু নয়, ডিম, মাছ, মাংস, পেয়াজসহ সকল ধরনের সবজির দাম উর্ধ্বমুখী। ভোক্তা অধিকার আইন আছে কিন্তু তা বাস্তবায়নে সরকারের নেই কোনো বাজার মনিটরিং কার্যক্রম। স্বল্প আয়ে ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালিয়ে এখন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

এদিকে গত মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে বাড়তি দামে আলু বিক্রি ও ক্রয় করা রশিদ দেখাতে না পারায় দুই আলু ব্যাবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ১ দিন পার হতেই বাজার আবার সেই আগের রুপে ফিরে যায়।

দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম বুধবার বিকেলে জানান, আলু, ডিম ও পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সরকারের নির্ধারিত দামের বাইরে যারা বেশী দামে বিক্রি করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমান আদালত চলমান রয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD