1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নয়নশীল দেশে পরিণত হতো: রোশন আলী মাষ্টার - Dainik Cumilla
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাকসামে এক পরিবারের বাধায় বন্ধ সড়কের কাজ, দুর্ভোগে হাজার-হাজার মানুষ ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে বীর মুক্তিযোদ্ধার দুটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা ব্রাহ্মণপাড়ায় পার্টনার ফিল্ড স্কুলে উত্তম কৃষি চর্চার কার্যক্রম অব্যাহত লাকসামে আশা’র প্রযুক্তি সহায়তা প্রকল্প বাস্তবায়নে শাখা ব্যবস্থাপকদের সভা “ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন” এর প্রতি গাউছিয়া ইসলামিক মিশন-কুমিল্লার সংহতি প্রকাশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২২ এপ্রিল কুমিল্লায় ভুয়া আপোষনামা দিয়ে জামিন চেষ্টা, আদালতে আ: লীগের আইনজীবীদের ডিম ছুঁড়ে মারলো বিক্ষুব্ধ জনতা কোরিয়া-বাংলাদেশ রোটারির যৌথ অর্থায়নে চান্দলা কে.বি স্কুল এন্ড কলেজে ডিজিটাল ল্যাব স্থাপন নাঙ্গলকোটে গাছের সাথে শত্রুতা, ধারালো অস্ত্র নিয়ে বাগান মালিকের উপর হামলা কুমিল্লা পলিটেকনিকে ছয় দফা দাবী বাস্তবায়নে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নয়নশীল দেশে পরিণত হতো: রোশন আলী মাষ্টার

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১০৪ বার পঠিত

শফিউল আলম রাজীব:

বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরিত হয়ে উন্নয়নশীল বা মধ্যম আয়ের দেশের স্বীকৃতি লাভ করেছে। ২০২১ সালের ২৫ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশের মধ্যম আয়ে উন্নীত হওয়ার সুপারিশ করেন। যা বাংলাদেশের মানুষের জন্য আনন্দের। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার কারনেই নিন্ম আয়ের দেশ থেকে বেড়িয়ে এসে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ আরো অনেক আগেই উন্নয়নশীল দেশে পরিণত হতো। আওয়ামীলীগের হাতেই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষণ আগামীর স্মার্ট বাংলাদেশ।

সোমবার (২৮ আগষ্ট) বিকেলে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার এসব কথা বলেন।

রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউনুস ভূইয়ার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা’র সঞ্চালনায় জীবনপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এটিএম মেহেদি হাসান, উপদপ্তর সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসাইন, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোসলে উদ্দীন, মোঃ মফিজুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোসলেহ উদ্দীন ভূইয়া মানিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সদস্য নজরুল ইসলাম সরকার, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মজিবুর রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD