গোলাম হোসাইন তামজীদ ।।
শনিবার (১৯ আগষ্ট) বিকালে চৌদ্দগ্রাম মুন্সীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেন, বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা শেখ হাসিনার দক্ষ পরিচালনায় বাস্তবায়িত হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণ নিশ্চিন্তে তিন বেলা খেতে পারে, ঘুমাতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। আমরা এক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই কাজ হবে না। শেখ হাসিনার আলোকিত বাংলাদেশকে একদল কুচক্রীমহল বাধাগ্রস্ত করতে দেশে ও দেশের বাহিরে উঠে পড়ে লেগেছে। আমরা তা হতে দিব না। তিনি আরো বলেন, চৌদ্দগ্রামের জনমানুষের নেতা মুজিবুল হক প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত। মুজিবুল হক’ই একমাত্র ব্যক্তি যিনি সাহসিকতার সাথে তত্ত্বাবধায়ক সরকার আমলে বলেছিলেন, ‘No Hasina, No Election’.
বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেন, বিএনপি জামায়াতের আমলে চৌদ্দগ্রামের মানুষ সন্ত্রাস, অগ্নিকান্ড এবং রগকাটার ভয়ে ঘর থেকে বের হতে পারতোনা। জামায়াত নেতা আবদুল্লাহ মো: তাহের আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করেছিল। বিএনপি জামায়াত কখনো জনগণের বন্ধু হতে পারেনা। জামায়াত নেতা তাহেরের দুপাশে দুজন সন্ত্রাসীকে দেহরক্ষী হিসেবে লালন পালন করতো। চৌদ্দগ্রামে আবারও নৌকা মার্কা বিজয়ী লাভ করবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।
চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মিরু, চৌদ্দগ্রাম আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূইয়া হাসান, চৌদ্দগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্লাহ বাবুল এবং সভায় সভাপতিত্ব করেন মো: আবুল কাশেম।