1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নৌকাডুবিতে ভাইবোনের মৃত্যু - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নৌকাডুবিতে ভাইবোনের মৃত্যু

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নৌকা ডুবে একসঙ্গে ভাইবোনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা যৌথ অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা এলকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গুণবতী ইউনিয়নের ঝিকড্ড গ্রামের আনিসুর রহমানের মেয়ে আনিকা রহমান অনন্যা (১৮) ও ছেলে তানভীর রহমান (১৬)।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার নুর জালাল প্রধানএ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নানাবাড়িতে বেড়াতে আসেন আনিকা রহমান অনন্যা ও তানভীর রহমান। বেলা সাড়ে ১১টার দিকে মামাতো ভাইদের সঙ্গে নিয়ে তারা মোট ছয়জন খাটরা গ্রাম সংলগ্ন ডাকাতিয়া নদীতে নৌকা ভ্রমণে বের হন। দুপুর ১২টার দিকে প্রবল বাতাসে নৌকাটি উল্টে নদীতে তলিয়ে যায়। এসময় তাদের তাদের সঙ্গে থাকা চারজন সাঁতরিয়ে প্রাণে বাঁচলেও সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান অনন্যা ও তানভীর।
খবর পেয়ে গ্রামবাসী উদ্ধার অভিযানে নামেন। দীর্ঘসময় অভিযান চালিয়ে তানভীর রহমানকে উদ্ধার করা হয়। পরে ৯৯৯ নম্বরে কল করা হলে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে আসেন। বিকেল পৌনে ৫টার দিকে আনিকা রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD