1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: আবুল কালাম আজাদ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: আবুল কালাম আজাদ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২১৯ বার পঠিত

শফিউল আলম রাজীব:

বঙ্গবন্ধু’ শুধু একটি ব্যাক্তির নাম নয়, এটি একটি জাতির আবেগ ও ভালোবাসার নাম। বঙ্গবন্ধু ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন, শোষণহীন ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ দেশপ্রেমিক মানুষের উন্নত সমৃদ্ধ এক আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। বর্তমান বিশ্বের নানা সমস্যা, চড়াই-উৎরাই পেছনে ফেলে শোকের এই মাসে শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্নের স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তোলার কাজ করছেন তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকালে উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বাবু কালিপদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, মো. লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ন কবির, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস সামছুল হক, দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সদস্য মো. নুরুল ইসলাম চেয়ারম্যান, মো. হুমায়ুন কবির, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ভানী ইউপি চেয়ারম্যান মো. হাজী জালাল উদ্দিন ভূঁইয়া, মোহনপুর ইউপি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মাস্টার, ব্যাংকার আব্দুল লতিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার খান, মোহনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তুহিন মেম্বার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD