মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল হুদা।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, মুরাদনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা প্রমূখ।
এ সময় অরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, মৎস্য কর্মকর্তা মোসাম্মদ নাজমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহম্মেদ, বাঙ্গরা বাজার থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ, সামাদ মাঝি প্রমূখ ।