1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লায় নতুন ভোটার বেড়েছে ৭ লাখ - Dainik Cumilla
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন কুমিল্লা জেলায় গত জুলাই মাসে ১১টি হত্যা আইনজীবী কালাম হত্যা মামলায় সাবেক এমপি বাহার-সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট তিতাসে পরকীয়ার জেরে যুবককে ডেকে এনে ৪ টুকরো করে হত্যা: অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আটক ‎আজকের শিক্ষার্থীরা আগামীদিনের দেশ ও জাতির কর্ণধার: ড. মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ায় গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন ব্রাহ্মণপাড়ায় মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ৩৩ বছর ইমামতির পর ফুল সজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায় নাঙ্গলকোট আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতের স্মারকলিপি চৌদ্দগ্রামে মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় নারী নিহত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লায় নতুন ভোটার বেড়েছে ৭ লাখ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৭০ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা জেলায় নতুন ভোটার ১১ ভোটার বেড়েছে ৭ লাখ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। ২০১৮ সালের নির্বাচনি তফসিল থেকে এ পর্যন্ত কুমিল্লা জেলায় ভোটার বেড়েছে ৭ লাখ ১ হাজার ৮৬২ জন। গত ২০ জুলাই পর্যন্ত জেলার ১১টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ৪৫ লাখ ৮০ হাজার ৪৬৬ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ সংখ্যা ছিলো ৩৮ লাভ ৭৮ হাজার ৬০৪ জন। কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এখনো পর্যন্ত ৭ লক্ষাধিক ভোটার বেড়েছে। তফসিল ঘোষণা পর্যন্ত এই সংখ্যা কম বেশি হতে পারে। কেউ মারা গেলে কিংবা নতুন ভোটার আরো অন্তর্ভূক্ত হলে তা পরিবর্তিত হবে।

জানা গেছে, জেলায় এবার পুরুষ ভোটার ২৩ লাখ ৫১ হাজার ৭২৭ জন এবং নারী ভোটার ২২ লাখ ৩৫ হাজার ৭৯৮ জন।

কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি ভোটার জাতীয় সংসদের ২৫৮তম আসন কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা) আসনে ৬ লাখ ১৯ হাজার ৫৬২ জন।

সবচেয়ে কম ভোটার জাতীয় সংসদের ২৫০তম আসন কুমিল্লা-২ সংশোধিত (হোমনা-মেঘনা) আসনে ২ লাখ ৮১ হাজার ৬০৯ জন।

এছাড়া,কুমিল্লা-১(২৪৯ দাউদকান্দি-তিতাস) সংশোধিত আসনে ৪ লাখ ৬১ হাজার ৬৪২ জন, এর মধ্যে পুরুষ ভোটার – ২ লাখ ৩৬ হাজার ৯৩০ জন ও নারী ভোটার- ২ লাখ ২৪ হাজার ৭১২ জন।

কুমিল্লা-২ (২৫০ সংশোধিত হোমনা-মেঘনা) আসনে ২ লাখ ৮১ হাজার ৬০৯ জন, পুরুষ- ১ লাখ ৪৬ হাজার ৯৪৭ জন ও নারী- ১ লাখ ৩৪ হাজার ৬৬২ জন ।

কুমিল্লা-৩(২৫১) মুরাদনগর উপজেলায় ৪ লাখ ৫৮ হাজার ৯৬০ জন, এর মধ্যে পুরুষ-২ লাখ ৩৬ হাজার ৭১ জন এবং নারী- ২ লাখ ২২ হাজার ৮৮৬জন ।

কুমিল্লা-৪ (২৫২)দেবিদ্বার উপজেলায় ৩ লাখ ৭৪ হাজার ৪৪৬ জন, এর মধ্যে পুরুষ- ১ লাখ ৯৪ হাজার ১৮৪ জন এবং নারী- ১ লাখ ৮০ হাজার ২৬২ জন ।

কুমিল্লা-৫(২৫৩ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং) আসনে ৪ লাখ ৩৪ হাজার ৭৫১ জন, এর মধ্যে পুরুষ- ২ লাখ ২৪ হাজার ৩৭৬ জন এবং নারী- ২ লাখ ১০ হাজার ১০৭ জন ।

কুমিল্লা- ৬(২৫৪ আদর্শ সদর, সিটি কর্পোরেশন ও সেনানিবাস এলাকা) ৪ লাখ ৬৬ হাজার ৩৩২ জন, এর মধ্যে পুরুষ- ২ লাখ ৩৫ হাজার ৭৩৫ জন এবং নারী- ২ লাখ ৩৭ হাজার ৯৪৬ জন।

কুমিল্লা-৭ (২৫৫)আসন চান্দিনা উপজেলায় ৩ লাখ ২ হাজার ২৮৫ জন, এর মধ্যে এর মধ্যে পুরুষ- ১ লাখ ৫৪ হাজার ৭১৩ জন এবং নারী- ১ লাখ ৪৭ হাজার ৫৭০ জন।

কুমিল্লা-৮(২৫৬) বরুড়া আসনে ৩ লাখ ৪৬ হাজার ৭৬০ জন, এর মধ্যে পুরুষ- ১ লাখ ৭৬ হাজার ৯৯৭ জন এবং নারী- ১ লাখ ৬৯ হাজার ৭৫৮ জন ।

কুমিল্লা-৯(২৫৭ লাকসাম- মনোহরগঞ্জ) উপজেলায় ৪ লাখ ৪২ হাজার ২৩৮ জন, এর মধ্যে পুরুষ- ২ লাখ ২৮ হাজার ৬৮ জন এবং নারী- ২ লাখ ১৪ হাজার ১৬৬ জন।

কুমিল্লা-১০ (২৫৮ সদর দক্ষিণ- লালমাই- নাঙ্গলকোট উপজেলা ) আসনে ৬ লাখ ১৯ হাজার ৪৬২ জন, এর মধ্যে পুরুষ- ৩ লাখ ১৭ হাজার ১৮৩ জন এবং নারী – ৩ লাখ ২ হাজার ৩৭৪ জন।

এবং কুমিল্লা-১১(২৫৯) চৌদ্দগ্রাম আসনে ৩ লাখ ৯১ হাজার ৮৮১ জন, এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫২৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৩৫৫ জন। এছাড়া জেলায় ২৮ জন হিজড়া ভোটার রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD