1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে ড্রেজার ব্যবসাকে কেন্দ্র যুবককে হত্যা - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

মুরাদনগরে ড্রেজার ব্যবসাকে কেন্দ্র যুবককে হত্যা

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২০০ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির,মুরাদনগর থেকে।।
কুমিল্লার মুরাদনগরে ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মাসুম সরকার (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। মাসুম সরকার উপজেলার কামাল্লা গ্রামের আবু মিয়ার ছেলে । রোববার বিকেলে উপজেলার কামাল্লা মাদ্রাসা এ ঘটনা ঘটে।
নিহতের ভাই মামুন সরকার জানান, মাসুম সরকার সহ আমরা ৩ ভাই দীর্ঘদিন বিদেশে ছিলাম। বিদেশে থাকা অবস্থায় আমাদের পরিবারের সাথে প্রতিবেশী মৃত. ছিদ্দিকুর রহমানের ছেলে জহির, আমির হোসেন, জামির হোসেন ও টিটুর সাথে আমাদের পরিবারের বিরোধ ছিলো। ঘাতকরা বিভিন্ন সময়ে আমাদের পরিবারের সদস্যদের উপর হামলা করত।

যার কারনে পারিবারিকভাবে ঘাতকদের সাথে আমাদের বিরোধ ছিলো। তাছাড়া জহির এলাকায় ড্রেজার ব্যবসা করত। পরে দেশে এসে আমার ভাই মাসুম সরকার ড্রেজার ব্যবসা শুরু করলে ঘাতকরা বিভিন্ন সময়ে মাসুম সরকারের ড্রেজারের পাইপ বিনষ্ট করত। তাছাড়া মাসুম এলাকায় ড্রেজারের ব্যবসায় করায় জহিরের ব্যবসায় ভাটা পরে।

গত শনিবার পুনরায় মাসুম সরকারের ড্রেজারের পাইপ ভেঙে ফেললে মাসুম সরকার এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও কামাল্লা ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করে। রোববার বিকেলে কামাল্লা মাদ্রাসা মাঠে মাসুম সরকার ফুটবল খেলা দেখতে গেলে ঘাতকরা মাসুম সরকারের উপর হামলা করে। এসময় তাকে ছুরিকাঘাত করলে মাসুম সরকার মাটিতে লুটিয়ে পরে। পরে স্থানীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রসÍুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD