1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে পৌর নির্বাচন পরবর্তী সহিংসতা - গর্ভবতী নারী ও শিশু সহ আহত অন্তত ২০জন - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন

দেবীদ্বারে পৌর নির্বাচন পরবর্তী সহিংসতা – গর্ভবতী নারী ও শিশু সহ আহত অন্তত ২০জন

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

শফিউল আলম রাজীব :

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দেবীদ্বার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা দেখা দিয়েছে ফলাফলের পরবর্তী সময়ে।

সোমবার (১৭ জুলাই) সোমবার রাত ৯ টার দিকে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম ফলাফল ঘোষণা করেন। ফলাফলে পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে বিজয়ী হন মাওলানা আবু সাঈদ। ফলাফলের পর সাঈদের কর্মীরা একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজহারুল ইসলাম মজনু মিয়ার বাড়িতে আতর্কিত হামলা চালিয়ে সিসি ক্যামেরা, বাড়িঘর ভাংচুরসহ মজনুর পরিবার ও আশে পাশের কয়েক পরিবারের লোকজনকে বেধরক মারধর করেন। এতে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারী শিশু সহ প্রায় ২০জন আহত হয়েছেন।

ঘটনায় আহতরা হলেন, প্রার্থী আজহারুল ইসলাম মজনু(৪২), জহির(৪৫), হানিফ(৪০), ফারুক(৪০), সাত্তার(১২), জামশেদ(৩৫), বুলবুলি বেগম(৬৫), এরশাদ(৩৫), রেহানার(৩০), সুমী(২৭), সোনিয়া (২৮), তানিয়া(২৫), সাজু বেগম(৪৪)সহ আরো অনেকে। সকলে পৌরসভার বারেরা এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে বেশিরভাগ রুগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক রবিউল হাসান।

এবিষয়ে দেবীদ্বার থানা ওসি (তদন্ত) খাদিমুল বাহার রাত সোয়া ১১টায় জানান, তিনি পৌরসভার হামলাবাড়ি এলাকায় আতশবাজি নিয়ে অপর একটি সহিংসতার ঘটনার বিষয়ে গিয়েছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর জানান, বিজয়ী প্রার্থী সাঈদের সমর্থক ও পরাজিত প্রার্থী মজনু সমর্থকদের মধ্য কথা কাটাকাটি নিয়ে বাড়িঘর ভাংচুর ও মারামারির ঘটনাটি ঘটে। খবর পেয়ে আমি পর্যাপ্ত পরিমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে এখনও পুলিশ মোতায়েন আছে, বর্তমান অবস্থা স্বাভাবিক রয়েছে। অভিযোগ করলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD