1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার পৌরসভা নির্বাচনে প্রথম মেয়র শামীম - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন

দেবীদ্বার পৌরসভা নির্বাচনে প্রথম মেয়র শামীম

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

শফিউল আলম রাজীব :

প্রতিষ্ঠার ২১ বছর পর অনুষ্ঠিত দেবীদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে প্রথম মেয়র হলেন নৌকা প্রতিকের সাইফুল ইসলাম শামীম। সোমবার রাত ৯ টার দিকে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম তাকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করেন।

সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত পৌর নির্বাচনের বেসরকারী ফলাফলে শামীম পেয়েছেন ১২ হাজার ১৪৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী নারিকেলগাছ প্রতিকের মোঃ আবুল কাসেম পেয়েছেন ৭ হাজার ৭৭১ ভোট। মোট ৪ হাজার ৩৭৮ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মেয়র হলেন ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় নেতা সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম শামীম।

২০০২ সালে দেবীদ্বার পৌরসভা গঠিত হলেও সীমানা সংক্রান্ত মামলা জটিলতায় দীর্ঘ ২১ বছর অনুষ্ঠিত হলো দেবীদ্বার পৌরসভা নির্বাচন। ওই নির্বাচনে মেয়র পদে লড়াই করেছেন ৮জন প্রার্থী। সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৬৯জন এবং সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮ জন। পৌরসভায় মোট ভোটারসংখ্যা ৪৪ হাজার ৫৮৭ জন। এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ১৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দেবীদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে এম, এ কাইয়ুম ভূইয়া (ক্যারামবোর্ড) ৪ হাজার ৯৮৮ ভোট, শাহজাহান মোল্লা (ইস্ত্রি) ১ হাজার ৬৯৬ ভোট, এবিএম আতিকুর রহমান বাশার (মোবাইল ফোন) ৮৭০ ভোট, আবুল খায়ের (কম্পিউটার) ১ হাজার ৫৩৭ ভোট, এ্যাড. সাইফুল ইসলাম সরকার (জগ) ২৩১ এবং শরিফুল ইসলাম সুমন (চামচ) ৩২৩ ভোট পেয়েছেন।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন, ১নং ওয়ার্ড মোঃ আব্দুল কাদের, ২নং মোঃ আমির হোসেন, ৩নং সৈয়দ নাঈমুল হোসেন, ৪নং মোঃ আবুল হোসেন, ৫নং মোঃ আবুল বাশার সরকার, ৬নং মোঃ আব্দুল আলিম, ৭নং মোঃ বাড়ির উদ্দিন, ৮নং মোহাম্মদ মজিবুর রহমান, ৯নং মাওলানা আবু সাঈদ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড কামরুন্নাহার, ২নং শামীমা আক্তার ও ৩নং ওয়ার্ড থেকে শারমিন আক্তার বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD