1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় চাঞ্চল্যকর সুমন হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড  - Dainik Cumilla
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শহরের চাঁনপুরসহ কয়েকটি এলাকার ৩০ বছর আবদ্ধ পানি সরাতে কোমর পানিতে বিএনপি নেতারা লাকসাম তা’লিমুল মিল্লাত মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মুরাদনগরে বিষাক্ত মদপানে দুইজনের মৃত্যু চৌদ্দগ্রামে সাংবাদিক মামুনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত কুমিল্লায় ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপি’র পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত লাকসামে যুব দিবসে আলোচনা সভা কুমিল্লায় ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক

কুমিল্লায় চাঞ্চল্যকর সুমন হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড 

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৫০ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক সুমন মিয়াকে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। ১৭ জুলাই (সোমবার) দুপুরে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। যাহার দায়রা মামলা নং-৪৬৫/২১।

মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মোঃ নুরুল ইসলাম এর ছেলে মোঃ শরীফ মিয়া এবং একই উপজেলার দড়িকান্দি গ্রামের আবদুর রহিমের ছেলে আঃ কাদের জিলানী।

মামলার বিবরণে জানাযায়- ২০২০ সালের ৬ মার্চ সন্ধ্যায় মোঃ ইসমাইল এর ছেলে অটোরিকশা চালক সুমন মিয়া (১৯) এর অটোরিকশাটি বাঞ্ছারামপুর ফরদাবাদ রবির বাজার হতে রামচন্দ্রপুর বাজারে যাওয়ার কথা বলে আসামি মোঃ শরীফ মিয়া ও আব্দুল কাদের জিলানী ভাড়া করে কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানাধীন বড় পিপড়িয়া ঠাকুর বাড়ী টু উত্তর পেন্নাই পুরাতন বাজার নতুন সড়ক সংলগ্ন জৈনিক ইব্রাহিম মিয়ার ফসলি জমির পাশে খালের পাড়ে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে পরষ্পর যোগসাজশে গলায় ও মুখে গামছা পেচিয়ে শ্বাসরোধ করিয়া হত্যা করে লাশ কচুরিপানা ও বালি দিয়ে ঢেকে লাশ গুম করিয়া অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম সুমন মিয়া বাড়ীতে ফিরে না আসায় অনেক খোজাখুজি করে না পেয়ে ভিকটিমের পিতা বাঞ্ছারামপুর মডেল থানায় জিডি করিলে থানাপুলিশের সহযোগিতায় বাঙ্গরা বাজার থানাপুলিশকে সঙ্গে নিয়ে আসামি আবদুল কাদের জিলানীকে তার বাড়ী থেকে আটক করিলে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং জিলানীর দেখানো মতে সুমনের লাশ উদ্ধার করেন বাঙ্গরা বাজার থানাপুলিশ। এ ব্যাপারে ব্রাহ্মণ বাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি মধ্যপাড়ার নিবাসী ভিকটিম সুমন মিয়ার পিতা বাদী হয়ে মোঃ শরীফ মিয়া (২৫) ও আব্দুল কাদের জিলানী (২৪) কে আসামি করে দণ্ডবিধির ৩৯৪/৩০২/২০১/৩৪ ধারার বিধানমতে একটি হত্যা মামলা দায়ের করিলে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষে আনীত অভিযোগ প্রমাণিতভাবে প্রমাণিত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা বাঙ্গরা বাজার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অমর চন্দ্র দাশ ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার নং-৭৯)। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য আসিলে আসামিগণের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় চার্জ গঠন করেন আদালত। তৎপর রাষ্ট্রপক্ষে ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামিদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামি মোঃ শরীফ মিয়া ও আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে দণ্ড বিধির ৩০২/২০১/৩৯৪/৩৪ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০১ ধারায় ৫ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড এবং ৩৯৪ ধারায় ৭ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দণ্ড অনাদয়ে আরো ০৩ মাসের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ ও এজাহারকারী খুশি। আমরা আশা করছি মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর (বাস্তবায়ন) করবেন।

আসামিপক্ষের বিজ্ঞ কৌশলী বলেন-এ রায়ে আসামি পক্ষ ক্ষুব্ধ। রায়ের কপি হাতে পেলে আসামি পক্ষ উচ্চ আদালতে আপীল করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD