1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবীদ্বার পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়রপ্রার্থী এমএ কাইয়ুম ভূঞার কর্মীদের উপর দফায় দফায় হামলা; আহত ১৫ - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত আসন্ন ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে নেই আগের মতো ব্যস্ততা

দেবীদ্বার পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়রপ্রার্থী এমএ কাইয়ুম ভূঞার কর্মীদের উপর দফায় দফায় হামলা; আহত ১৫

  • প্রকাশিতঃ বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১০৯ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনের প্রচারণাকালে ক্যারামবোর্ড প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী এম এ কাইয়ুম ভূঞার কর্মীদের উপর গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পৌরসভার বানিয়াপাড়া ও আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় পৌরসভার বারেরা দুই দফা হামলার স্বীকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী সাইফুল ইসলাম শামীমের কর্মীদের দায়ী করেন।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পৌরসভার বানিয়াপাড়া এলাকায় প্রচারণা শেষ করে ছবুর আহমেদ ভূইয়া কর্মীদের নিয়ে বাড়ির দিকে রওনা হলে পথিমধ্যে নৌকা প্রতীকের প্রার্থী শামীমসহ তার কর্মীদের পাশকাটিয়ে যাওয়ার পর পেছন থেকে স্বতন্ত্র মেয়রপ্রার্থীর কর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলায় তাদের কয়েকজন কর্মী আহত হয়। তাদের এই এলাকায় আসতে বারন করে, ফের এখানে গেলে মেরে ফেলার হুমকি দেয়।

পরবর্তীতে বুধবার বিকেল সাড়ে ৩ টায় ক্যারামবোর্ড প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী কাইয়ুম ভূঞা কয়েকজন কর্মী নিয়ে পৌরসভার বারেরা এলাকায় প্রচারনাকালে দ্বিতীয় দফায় তাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়েছে। আহতরা দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাতের ঘটনায় আহতরা হলেন, জুবায়ের আহমেদ, আদনান ফাহিম, আমির হোসেন, মো: রানা এবং দ্বিতীয় দফায় হামলায় আহত হয়েছে মোঃ জয়নাল(৪৩), সুমন(২৯), আবুল বাশার(৫২) এবং মেয়রপ্রার্থী এমএ কাইয়ুম ভূঞা।

এবিষয়ে থানায় কিংবা রিটার্নিং কর্মকর্তার নিকট কোনো অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে স্বতন্ত্র মেয়রপ্রার্থী এমএ কাইয়ুম ভূঞা বলেন, মঙ্গলবার রাতের ঘটনায় রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছি এবং বুধবার বিকেলের ঘটনায় থানায় মামলা করব।

এবিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন জানান, রাতের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তা রিটার্নিং কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধরে বলেন, ঘটনাটি শুনে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD